dmc-pic-doc.thumbnail

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলাকারীদের ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার দেবে পুলিশ৷বিরোধী জোটের অবরোধে নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার ও র্যাবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণার পর এই ঘোষণা এল পুলিশের৷

অবরোধের মধ্যে শুক্রবার রাতে যাত্রাবাড়ীর মোল্লার ব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হয়, এতে ২৭ জন দগ্ধ হন৷ এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর৷ পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান শনিবার বলেন, যাত্রাবাড়ীর ওই পেট্রোল বোমা হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে৷ পুলিশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে৷

বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধে নাশকতাকারীদের ধরিয়ে দিতে শনিবার দুপুরেই ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করে পুলিশ৷ এর আগে সরকারের পক্ষ থেকে নাশকতাকারীদের ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়৷