20-dol-hortal1

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: চলমান অবরোধের মধ্যে আবারো ঢাকা মহানগরীসহ সারাদেশে ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট৷শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়৷

বিবৃতিতে বলা হয়, বিদু্যতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র ও বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রায় দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার ২৫ জানুয়ারি ঢাকা মহানগরীসহ সারাদেশে ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতাল পালিত হবে৷ দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালনের জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে৷

উল্লেখ্য, অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি জোটের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলেও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো ঘোষণা এখনও আসেনি৷এর আগে যৌথ বাহিনী অভিযানের নামে নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন প্রতিবাদে ঢাকা ও খুলনায় ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট৷

অজ্ঞাত স্থানে থাকা বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী শনিবার এক বিবৃতি পাঠিয়ে এই কর্মসূচির কথা জানান৷ বিবৃতিতে তিনি বলেন, বিদু্যতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, সরকারের নাশকতার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের ১০ হাজার নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল ২৫ জানুয়ারি রোববার ঢাকা মহানগরীসহ দেশব্যাপী ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছত্রিশ ঘন্টার হরতাল পালিত হবে৷

অবরোধে নাশকতার অভিযোগে বিএনপি জোটের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলেও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো ঘোষণা এখনও আসেনি৷

পরে আগের বিবৃতি সংশোধন করে বিদু্যতের দাম বাড়ানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি আহ্বানের কথা জানান বিএনপির যুগ্মমহাসচিব৷নির্দলীয় সরকারের অধীন মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধের ঘোষণা দেন৷

পরে তার গুলশানের কার্যালয় ঘিরে থাকা পুলিশ সরিয়ে নেওয়া হলেও অবরোধ অব্যাহত রাখেন তিনি৷ বিএনপি নেতারা বলছেন, তাদের দাবি মেনে সরকার সংলাপ ডাকলে কর্মসূচি তুলে নেওয়া হবে৷

বিক্ষিপ্ত গাড়ি পোড়ানো, ভাংচুর বোমাবাজির মধ্যে এই অবরোধ চলছে৷ এতে নাশকতায় ৩০ জনের বেশি মারা গেছেন, যার জন্য খালেদাকে দায়ী করে তার সঙ্গে সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়ে আসছেন মন্ত্রীরা৷অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, আন্দোলন নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে সরকারই নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে৷অবরোধের মধ্যে স্থানীয় পর্যায়ে হরতালের কর্মসূচি দিচ্ছেন ২০ দলের জেলা পর্যায়ের নেতারা৷ কেন্দ্রীয়ভাবে এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার পর হরতাল ডাকা হয়৷