স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সংবিধানই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল চাবিকাঠি৷ তাই রাষ্ট্রের যে কোন সমস্যার সমাধান করতে হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমেই করতে হবে৷

তিনি শনিবার বাংলাদেশ জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান রচিত কনস্টিটিউশনাল ডেমোক্রেসি- নট ডেথ স্কোয়াডস এগেইন’ শীর্ষক বইয়ের প্রকাশনা উত্‍সব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন৷স্পিকার বলেন, সাংবিধানিক গণতন্ত্র শুধুমাত্র সাংবিধানিক প্রক্রিয়ার মাঝেই অবস্থান করতে পারে৷অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিরম্নল ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এবং ড. মিজানুর রহমান শেলী আলোচনায় অংশগ্রহণ করেন৷

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারম্নন উর রশিদ, জাতীয় যাদুঘরের মহাপরিচালক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, বিটিভি’র মহাপরিচালক আসাদ মান্নান ও ড. রওনক জাহান এ সময় উপস্থিত ছিলেন৷