Governor-GM-conferance

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: রাজনৈতিক সহিংসতা এবং অস্থিরতায় দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মতো শক্তি বাংলাদেশের মানুষের আছে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান৷

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে চলমান লাগাতার অবরোধ ও বিচ্ছিন্নভাবে বিভিন্নস্থানে ডাকা হরতালের নেতিবাচক প্রভাবের প্রেক্ষাপটে রোববার কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আশঙ্কার পাশাপাশি আশার কথাও শোনান গভর্নর৷আতিউর বলেন, গত বছর আর্থিক খাতের বেশির ভাগ সূচকের উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে, যা এখনো অব্যাহত রয়েছে৷তবে হালের সহিংসতা ও অস্থিরতা এ ধারাকে বাধাগ্রস্ত করতে পারে৷যখনই বিনিয়োগে চাঙ্গাভাব, আমদানি-রপ্তানি ও রেমিটেন্সে ঊধর্্বমুখী জোরালো ধারা, বৈদেশিক মুদ্রার মজুদে নতুন রেকর্ড এবং মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা দেখা গেল- ঠিক তখনই শুরু হলো এই অস্থিরতা৷

তবে প্রতিকূলতা ও যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি আখ্যা দিয়ে তিনি বলেন, জাতি হিসেবে এটিই আমাদের বড় শক্তি৷ এর প্রমাণ আমরা অতীতে বার বার পেয়েছি৷২০১৩ সালের সহিংসতা এবং অস্থির রাজনীতির কথা স্মরণ করে কেন্দ্রীয় ব্যাংক প্রধান বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি, বিশ্বব্যাপী উত্‍কন্ঠা এবং নেতিবাচক মন্তব্যের পরও গত অর্থবছর বাংলাদেশে ৬ দশমিক ১২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে৷

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আমাদের দায়িত্ব এই রেজিলিয়েন্ট ও দেশপ্রেমিক জনগণের পাশে থাকা৷ বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সাময়িক ক্ষয়-ক্ষতি যাতে দেশের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা৷

লিখিত বক্তব্যে গভর্নর অভ্যাসগত ঋণ খেলাপিরা যাতে কোনো ধরনের ছাড় না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বলেন, আর্থিক খাতে কিছু অস্বস্তিকর দিকও আছে৷ তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য খেলাপি ঋণ, বিনিয়োগে মন্থর গতি ও ব্যাংকের শাখা পর্যায়ের অনিয়ম৷২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বমানের শ্রেণীবিন্যাস ও প্রভিশনিং নিয়ম চালুর কারণে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বলে জানান তিনি৷

তবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে ঋণ আদায়ে আরো মনোযোগী হতে ক্রমাগত নির্দেশ দেওয়া এবং সময়োপযোগী নীতি গ্রহণের কারণে খেলাপি ঋণের হার কমবে বলে আশা প্রকাশ করেন আতিউর৷মন্দ গ্রাহকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আমরা দ্বিধা করব না৷ এজন্যে ব্যাংকগুলোকে সর্বক্ষণ গুণমানের ঋণ দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে নজরদারি অব্যাহত রাখবেন৷মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়৷