25-01-15-PM Visit_Public Administration-1

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জানুয়ারি: প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে ঢাকাকে ভেঙে তিনটি বিভাগ করার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ কাজের দীর্ঘসূত্রিতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন টওধানমন্ত্রী শেখ হাসিনা৷

তিনি বলেছেন, সরকারের লক্ষ্য দেশকে এগিয়ে নেওয়া৷ জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের হৃদপিণ্ড৷ এ মন্ত্রণালয়ের অনেক দায়িত্ব৷ কিন্তু দেখা যায়, এখানে এসে কোনো একটা ফাইল পড়ে থাকে৷ কোনো প্রস্তাব আসলে দীর্ঘসূত্রিতা দেখা যায়৷তিনি বলেন, ফাইল যাতে আটকে না থাকে, কোনো প্রস্তাব আসলে তার বিষয়ে দ্রুত যেন সিদ্ধান্ত হয়, এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলবো মন্ত্রণালয়কে৷প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের কাজের দীর্ঘসূত্রিতার কথাও এ সময় তুলে ধরেন৷এ সময় দেশের উন্নয়নে সব মন্ত্রণালয়ের মধ্যে টিমওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী৷

রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন৷এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

সরকারি নিয়োগ প্রক্রিয়াকে আরো সহজ করার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরো সহজ করা প্রয়োজন৷ বিশেষ করে আমাদের শিক্ষক, চিকিত্‍সক নিয়োগের ক্ষেত্রে৷ আমাদের পুলিশ নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়া সহজ করার কথা বলেন প্রধানমন্ত্রী৷নিয়োগ প্রক্রিয়া সহজ করতে আলাদা আলাদা উইং করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী৷সরকারি কর্মচারীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে বলেন প্রধানমন্ত্রী৷

প্রশিক্ষণের মান ও সময় বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বলতে গেলে প্রশিক্ষণ হয় না৷ প্রশিক্ষণের প্রতি অনীহাও দেখা যায়৷তিনি আরো বলেন, প্রশিক্ষণের প্রতি আগ্রহী হতে হবে৷ প্রশিক্ষণ আরো বাড়াতে হবে, সময়টাও বাড়াতে হবে৷ মাত্র ৪ মাসের প্রশিক্ষণ দিয়ে আসলে কিছু হয় না৷

ঢাকাকে তিনটি বিভাগে বিভক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় ১৭টি জেলা৷ এটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা৷ এখানে প্রশাসন চালানো কী যে কঠিন! এখানে আরো একটা বিভাগ হওয়া উচিত৷ ইতোমধ্যে, আমরা ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা দিয়েছি৷অনেকেই রাজধানী ত্যাগ করতে চান না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেকে ঢাকা ছেড়ে যেতে চাননি৷ এ রকম মতভেদ থাকবে৷ কিন্তু মানুষকে সত্যিকারভাবে সেবা দিতে গেলে মানুষের উন্নয়নের কাজ করতে গেলে এটা দরকার আছে৷

প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে ভালো হতো আমরা ঢাকাকে যদি তিনটা ভাগে ভাগ করতে পারি৷ গ্রেটার ডিস্ট্রিক্ট বা জনসংখ্যা হিসেবে ধরে আমরা এটা করি৷ তখন মানুষ সত্যিকার সেবাটা পাবে৷ আরেকটা সুবিধা হবে অনেক কর্মকর্তার নিয়োগ,প্রমোশন, চাকরির সুযোগ৷ একদিকে জনসেবা হবে, অন্যদিকে প্রধাসনকে সমপ্রসারণ করা হবে৷ আবার আর্থিক বিষয়টা আমাদের চিন্তা করতে হবে৷ তাই, আপাতত ঢাকায় দুই বিভাগ হোক৷ গ্রেটার ময়মনসিংহ, আর ঢাকা ঢাকাই থাকুক৷এটা দ্রুত করার ব্যবস্থা করতে হবে৷ ভবিষ্যতে পরেরটা পরে দেখা যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷ঔপনিবেশিক ধ্যানধারণা পরিবর্তন করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০০ বছর বৃটিশদের গোলামি করেছি৷ আমাদের ঔপনিবেশিক ধ্যানধারণা পরিবর্তন করে আধুনিক চিন্তা-ভাবনা মাথায় নিয়ে আমাদের চলতে হবে৷ যুগের পরিবর্তনের সঙ্গে আমাদের তাল মেলাতে হবে৷ নইলে আমরা পিছিয়ে যাবো৷জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন তৈরিতে নিজেদের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী৷

তিনি বলেন, বছরের পর বছর আমাদের অনেক জমি পড়ে আছে৷ এগুলো কাজে লাগিয়ে কর্মকর্তাদের আবাসন তৈরির ব্যবস্থা নিতে হবে৷ শুধু ঢাকা শহর নয়, ঢাকার বাইরেও কর্মকর্তাদের জন্য আবাসনের ব্যবস্থা নিতে হবে৷এ ব্যাপারে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেতন ও চাকরি কমিশন-২০১৩-এর সুপারিশ আমরা হাতে পেয়েছি৷

ধীরে ধীরে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে টওধানমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের প্রশাসনের গুরুত্ব অনেক৷ আগামীতে কোন এলাকায় কী সমস্যা, কীসের অভাব, সম্ভবনা এগুলো বিবেচনা করে বাজেট টওণয়ন করা হবে৷গণমুখী ও গতিশীল প্রশাসন গড়ে তুলতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী৷

ঢাকা বিভাগের বিকেন্দ্রীকরণের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখানে ১৭টি জেলা এবং সব থেকে ঘনবসতিপূর্ণ এলাকা৷ এখানে প্রশাসন চালানো যে কি কঠিন অবস্থা…ইতোমধ্যে ময়মনসিংহকে বিভাগ করার ঘোষণা আমরা দিয়েছি৷প্রধানমন্ত্রী বলেন, মানুষকে সত্যিকারভাবে সেবা দিতে গেলে, উন্নয়ন করতে গেলে সবচে ভাল হতো যদি আমরা ঢাকাকে তিনটি ভাগে ভাগ করতে পারি৷তবে ঢাকাকে ভেঙে তৃতীয় কোন বিভাগ হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি৷কর্মকর্তাদের উদ্দশে টওধানমন্ত্রী বলেন, কোন এলাকায় কি ধরনের কার্যক্রম নিলে সে এলাকার দ্রুত উন্নতি হবে, মানুষ সেবা পাবে- সেভাবে চিন্তা করেই কিন্তু আমাদের বাজেট এবং উন্নয়ন প্রকল্পগুলি গ্রহণ করা দরকার৷

স্থানীয় সরকার ও স্থানীয় উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণের সময় প্রাকৃতিক পরিবেশ ও ভৌগলিক অবস্থানের কথাও মাথায় রাখা প্রয়োজন৷গত বছরের জানুয়ারিতে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন শেখ হাসিনা৷ এরই ধারাবাহিকতায় রোববার তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেন; যে মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে তিনি নিজেই রয়েছেন৷ ফেনীতে আন্দোলনের চেয়ে সহিংসতাই বেশী

ফেনী,২৫জানুয়ারি,ফোকাস বাংলা নিউজ :মিনহাজুল ইসলাম অনিক ও শাহরিয়ার হৃদয়৷ দু’জনই সহপাঠি, আবার ভাল বন্ধুও৷ ফেনী সরকারি পাইলট হাই স্কুলের অদম্য মেধাবী৷ চোখে মুখে স্বপ্ন লক্ষ্যে পেঁৗছানোর৷ কারও স্বপ্ন বিজ্ঞানী আর কারওবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার৷ আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাধ্যমিক পার হবে৷

সে ব্রত নিয়ে হরতাল-অবরোধ তাদের স্বপ্ন বাঁধতে পারেনি৷ ৫ জানুয়ারী সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে পাল্টাপাল্টি সভা আয়োজন নিয়ে ফেনীতে সরকারী দল ও ২০ দলীয় জোট যখন মুখোমুখি তখন তারা প্রাইভেট শেষে বাসায় ফিরছিলেন৷ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামীলীগের সমাবেশের কাছে খেজুর চত্ত্বরে দূর্বৃত্তদের ছোঁড়া বোমা বিষ্ফোরণে ক্ষতবিক্ষত হয় অনিক ও হৃদয়ের শরীর৷ গুরুতর আঘাত পায় চোখে৷ নির্মম এ দুর্ঘটনার শিকার হওয়ার কথা জানলে হয়ত বাসা থেকে বের হত না? আবার হয়ত শংকা কাটিয়ে দুরু দুরু বুকে প্রাইভেট পড়তে গিয়েছে৷ ফেনী আধুনিক সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিত্‍সার পর তাদের পাঠানো হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে৷ অর্থাভাবে চিকিত্‍সা সেবা যখন বন্ধ হওয়ার উপক্রম তখন পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাদের দুইজনের চিকিত্‍সা সেবার দায়িত্ব নেয়ার পর অনিককে ইতিমধ্যে ভারতের চেন্নাই শংকর নেত্রালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ শুধু অনিক-হৃদয়ই নন, হরতাল-অবরোধে সহিংসতার শিকার হয়ে যন্ত্রনায় কাতরাচ্ছেন ট্রাক চালক থেকে ম্যাজিষ্ট্রেটও৷ একের পর এক এসব ঘটনায় ফের সন্ত্রস্ত্র হয়ে পড়েছে এক সময়ের সন্ত্রাস-সহিংসতার ভয়াল জনপদ ফেনী৷

অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে দিনে ভাংচুর ও রাতে অগি্নসংযোাগ সহ নাশকতা চলছে নিয়মিতই৷ এসব ঘটনায় রাজনৈতিক দলের কিছু নেতা গ্রেফতার হলেও সহিংসতায় জড়িতরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে৷ নাশকতা ঠেকাতে পুলিশ-বিজিবির পাশাপাশি শহর ও মহাসড়কের বিভিন্ন স্পটে আওয়ামীলীগ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দিন-রাত পালাক্রমে পাহারা দিলেও কোনভাবেই ঠেকানো যাচ্ছে না৷ ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ‘নাশকতাকারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার’ ঘোষনার পরও এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি৷ সবকটি ঘটনায় মামলা হওয়ায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন৷ অবরোধের প্রথমদিকে ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক এবং শিবির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করলেও তারা গা ঢাকা দিয়েছে৷ বিএনপি চেয়ারপার্সনের নিজ জেলায় দলীয় কার্যক্রমও স্তিমিত হয়ে পড়েছে৷ তবে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনায় বরাবরের মত দেশ-বিদেশে আলোচিত হচ্ছে ফেনী৷

গত ৯ জানুয়ারি রাত ৯টার দিকে শহরের মহিপালের বাসায় ফেরার পথে জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবদুল কাদির মিয়া, রায়হানুল হারুন ও শিহাব উদ্দিনকে বহনকারী মাইক্রোবাস এসএসকে সড়কের এফ.রহমান এসি মার্কেট পার হলে বোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থকরা৷ এসময় গুরুতর আহত হন আবদুল কাদির মিয়া৷ তাঁর চোখেও স্প্লিন্টার বিদ্ধ হয়৷ ঘটনার পর তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিত্‍সার জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করানো হয় তাকে৷ চিকিত্‍সার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী৷ তাকেও উন্নত চিকিত্‍সার জন্য ২১ জানুয়ারি বুধবার ভারত পাঠানো হয়েছে৷

২০ জানুয়ারি রাত ৯ টার দিকে দাগনভূঞায় উপজেলার দুধমুখা বাজার সংলগ্ন কুমারপুল নামক স্থানে সিএনজি ট্যাঙ্ িলক্ষ্য করে পেট্টোল বোমা নিক্ষেপ করে দূর্বৃত্তরা৷ এতে শাহরিয়ার শিপন (৩১) ও সাদ্দাম হোসেন (২৬) নামের দুই যাত্রী দ্বগ্ধ এবং চালক শাহজাহান পিন্টু আহত হয়৷ তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ও পরে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়৷ কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক দেখে শিপন ও সাদ্দামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে৷

উপার্জনের তাগিদে ১৫ জানুয়ারি রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন ট্রাক চালক মিনহাজুল ইসলাম৷ পুলিশ-বিজিবি পাহারায় থেমে থেমে ফেনী পর্যন্ত পেঁৗছেছিলেন ঠিকই৷ মহাসড়কের ফেনী বাইপাস অংশের বাখরাবাদ গ্যাস অফিস সংলগ্ন বিএডিসি রাস্তার মাথায় পৌছলে রাত ৯ টার দিকে পেট্টোল বোমা নিক্ষেপ করে দূর্বৃত্তরা৷ এসময় মিরাজ অগি্নদ্বগ্ধ হয়৷ পুলিশ ঘটনাস্থল থেকে অগি্নদ্বগ্ধ চালককে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে৷

৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়ায় পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা৷ এতে গাড়ী চালক মো: মোস্তফা অগি্নদ্বগ্ধ হয়৷ তাকে ফেনী আধুনিক সদর হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়৷৮ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হকের গ্রামের বাড়ী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুরে অগি্নসংযোগ করে দূর্বৃত্তরা৷১৪ জানুয়ারি বাজার থেকে বাড়ী ফেরার পথে সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুরে দূর্বৃত্তদের হাতে খুন হন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন৷

এর আগে ৬ জানুয়ারি শহর পুলিশ ফাঁড়ির সদ্য বিদায়ী ইনচার্জ এস আই কামাল হোসেনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দূর্বৃত্তরা৷ এসময় অপরাপররা পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া দিয়ে সাবি্বর নামের এক যুবককে আটক করে৷ ওই যুবক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ২শ টাকার বিনিময়ে বোমাবাজি সহ সহিংস কর্মকান্ড করে৷

আওয়ামীলীগের দাবী, এসব সহিংসতার পেছনে বিএনপি-জামায়াতের কিছু নেতা জড়িত৷ তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনলে সহিংসতা কমে যাবে৷

অন্যদিকে অবরোধে আতংক ছড়াতে সরকার দলীয় নেতারাই সহিংসতা করছে বলে সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ মিজানুর রহমানের অভিযোগ৷ তিনি বলেন, বিএনপি-জামায়াত কর্মীরা মামলা-হামলায় বাড়ী ঘর ছাড়া৷ নতুন নতুন মামলা সাজাতে আওয়ামীলীগ নেতাকর্মীরা পাহারার নামে গাড়ীতে আগুন লাগিয়ে নিজেরাই সহিংসতা ছড়াচ্ছে৷সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি কবি মাহবুব আলতমাসের মতে, গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে হরতাল-অবরোধের নামে সহিংসতা কোনভাবেই কাম্য নয়৷ সেই সাথে দুই দলকে নমনীয় হয়ে সমঝোতার উদ্যোগ গ্রহন করতে হবে৷

ফেনী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, হরতাল-অবরোধে এক শ্রেনীর দূর্বৃত্তরা সুযোগ কাজে লাগাচ্ছে৷ তাদের চিহ্নিত করলে সহিংসতা কমে আসবে৷

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল হক বলেন, সহিংসতাকারীদের চিহ্নিত করা হয়েছে৷ তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে তার দাবী৷