235312Hasina785758

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: ছোট ছেলের মৃতু্যতেশোকে মুহ্যমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার গুলশান কার্যালয়ে এসেও ফিরে যেতে হলো আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে৷শনিবার রাত সাড়ে ৮টায় তিনি সেখানে পৌঁছান৷ কিন্তু শোকে বিহ্বল খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানালো হলে তিনি মূল ফটক থেকেই ফিরে যান৷ অবশ্য প্রধানমন্ত্রী তার গাড়ি থেকে নামলেও খালেদা জিয়ার কার্যালয়ের ফটক খোলা হয়নি৷

ছোট ছেলের মৃতু্যতে শোকগ্রস্ত খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশানে কার্যালয়ে গেলেও ভেতর থেকে প্রধান ফটক বন্ধ থাকায় ঢুকতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷শনিবার রাত ৮টা ১৯ মিনিটে গণভবন থেকে রওনা হয়ে রাত ৮টা ৩৫মিনিটে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়ি বহর৷তবে ভেতর থেকে ফটকে তালা দেওয়া থাকায় প্রধানমন্ত্রী ঢুকতে না পেরে ফের গণভবনে ফিরে যান৷প্রধানমন্ত্রী রওনা দেওয়ার পর পরই বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে৷

প্রধানমন্ত্রীর গাড়িবহর শনিবার রাত সাড়ে আটটার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছায়৷ তবে কার্যালয়ের প্রধান ফটকটি ভেতর থেকে বন্ধ থাকায় সেখানে দুই মিনিট অপেক্ষা করার পর ফিরে যান তিনি৷প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর তাঁর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, এভাবে দরজা বন্ধ করে রাখা ভদ্রজনোচিত নয়৷ প্রধানমন্ত্রী একজন মা হিসেবে সমবেদনা জানাতে এসেছিলেন৷ এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না৷এর কয়েক মিনিট আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানান, শোকাহত খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানাতে খালেদা জিয়ার কার্যালয়ে আসার ইচ্ছাপোষণ করলেও অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি৷ শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সুস্থতা সাপেক্ষে তাঁর সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে৷

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল প্রমুখ৷উল্লেখ্য, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তাঁকে সমবেদনা জানাতে যাবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়৷ সেই অনুযায়ী গুলশানে কঠোর নিরপাত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল৷হৃদরোগে আক্রান্ত হলে শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে আরাফাত রহমানের মৃতু্য হয়৷স্ত্রী সৈয়দ শামিলা রহমান সিঁথি, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে নিয়ে কুয়ালালামপুরে একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন আরাফাত৷

২০০৯ সালের মে মাসে শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর ধানমণ্ডির সুধা সদনে গিয়েছিলেন খালেদা জিয়া৷ সে সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানান এবং দুই নেত্রীর মধ্যে কিছুক্ষণ কথাও হয়৷ এরপর বেশ কয়েকবার একই অনুষ্ঠানে যোগ দিলেও তারা কথা বলেননি৷২০১৩ সালে তত্‍কালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃতু্যর পর শোক জানাতে বঙ্গভবনে দুই নেত্রী গিয়েছিলেন৷ অবশ্য সে সময় কথা হয়নি তাদের মধ্যে৷এছাড়া বিগত কয়েকবছরে একাধিকবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে গেলেও কথা বলেননি তারা৷ এরপর গত ২৬ অক্টোবর অবশ্য ফোনে তাদের কথা হয়েছিল কিন্তু সেটা মোটেও উষ্ণ ছিল না৷

জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হয়ে এক বছর কারাগারে থাকার পর ২০০৮ সালের ১৭ জুলাই মুক্তি পেয়ে চিকিত্‍সার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন আরাফাত৷ সেখান থেকে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান৷ অন্যদিকে মুদ্রা পাচার মামলায় বাংলাদেশের আদালতে ২০১১ সালে তার ৬ বছর কারাদণ্ড হয়; তবে বিএনপির দাবি, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরাফাত রহমান কোকোর৷ সন্ধ্যা নাগাদ ঘোষণা আসে প্রধানমন্ত্রী আসছেন গত ৩ জানুয়ারি থেকে নিজের কার্যালয়ে অবস্থান নেওয়া খালেদা জিয়াকে সমবেদনা জানাতে৷

কিন্তু প্রধানমন্ত্রী আসার খানিক আগে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে৷এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আসার সময় পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান শিমুল বিশ্বাস৷এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী আসেন৷ তার গাড়ি বহর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পৌঁছায় রাত ৮টা ৩৫ মিনিটে৷ দুই সিনিয়র মন্ত্রী তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু আগেই সেখানে উপস্থিত হন৷কার্যালয়ের সামনে পৌঁছে গাড়ি থেকে নেমে কয়েক কদম এগিয়েও যান প্রধানমন্ত্রী৷ কিন্তু গেট বন্ধ থাকায় শেষ তক ফিরে যায় তার গাড়ি বহর৷

তবে রাত সাড়ে ৮টার কিছু আগেই খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানান, শোকে অস্থির খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে৷উল্লেখ্য, এর আগে দুপুরে মালয়েশিয়ায় মারা গেছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো৷ সকালে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃতু্য হয়৷