advice

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: বিদু্যতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সরকারের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে এনে লাগাতার অবরোধের মধ্যেই রোববার ভোর ৬টা থেকে দেশজুড়ে ৩৬ ঘন্টার হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল৷হরতালের টওথমদিন সকালে নওগাঁয় পার্কিং করা টিআর ট্রাভেলস ও ডিপজল এন্টারটওাইজ নামের দুটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুবর্ৃত্তরা৷

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর ৪টার দিকে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব থেকে পার্কিং করা ঢাকাগামী দূরপাল্লার টিআর ট্রাভেলস ও ডিপজল এন্টারপ্রাইজ বাসে পেট্রোল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা৷ এতে টিআর ট্রাভেলস সম্পূর্ণভাবে এবং ডিপজল এন্টারপ্রাইজ আংশিকভাবে ভুস্মিভূত হয়৷ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম জানান, এ নাশকতামূলক কাজের সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে৷

এদিকে, হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে৷ সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন৷ সারাদেশে ট্রেন চলাচল করলেও সময়মতো না ছাড়ায় ভোগান্তি তে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের৷

দূরপাল্লার বাস রাজধানী ছেড়ে না গেলেও সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ৷ যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷আর নেতাকর্মী শূন্য বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা৷ এছাড়া দেশের বিভিন্ন জেলায় এ হরতাল পালন করছে তারা৷অবরোধে গাড়িতে পেট্রোলবোমা ও বিভিন্ন নাশকতায় জড়িতদের ধরতে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী৷ আর মাসজুড়ে চলা সহিংসতায় রাজধানীর বাইরে মামলা হয়েছে সাড়ে ৫০০ বেশি৷ এসব মামলায় আসামির সংখ্যা ৩০ হাজারেরও বেশি৷ আর গ্রেপ্তার হওয়া ৭ হাজারেরও বেশি আসামির মধ্যে অধিকাংশই বিএনপি জামাতের নেতাকর্মী৷

পুরো জানুয়ারি মাস জুড়ে দেশজুড়ে সহিংসতায় রাজধানীর বাইরে বিভিন্ন থানায় মামলা হয়েছে সাড়ে পাঁচশো৷এরমধ্যে রাজধানী ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় মামলা হয়েছে ৫৭ টি৷ এসব মামলায় আসামির সংখ্যা ১ হাজার ২শ ৩৬ জন৷ গ্রেপ্তার হয়েছে ২৬৯ জন৷ যাদের মধ্যে বিএনপি জামাতের নেতাকর্মীর সংখ্যাই বেশি৷

চুয়াডাঙ্গা: পুলিশের ওপর বোমা হামলা মামলায় জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে৷ হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷ অভ্যানত্মরীণ ও দুরপালস্নার সকল ধরণের যান চলাচল বন্ধ থাকলেও শহরে ছোট ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে৷ হরতালের সমর্থনে জেলার কোথাও কোন পিকেটিং বা মিছিল হয়নি৷ অপ্রতীকর ঘটনার এড়াতে শহরের গুরম্নত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে৷ পাশিপাশি শহরে টহল দিচ্ছে দুই পস্নাটুন বিজিবি৷

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে শনিবার সকালে নিজ কার্যালয় থেকে পুলিশ গ্রেফতার করে৷ দুপুরে পুলিশের ওপর বোমা হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করলে জেলা বিএনপি এই হরতাল আহ্বান করে৷চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় নাশকর্তা কর্মকান্ডে সাথে জড়িত অভিযোগে হাসান (২৮) ও মিতুল (৩০) নামের যুবদলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ৷ পুলিশ জানায় রোববার দুপুরে ১২দিকে উপজেলার দর্শনা আনোয়ারপুরে অভিযান চালায়৷ এই সময় নাশকর্তাকর্ম কান্ডে সাথে জড়িত অভিযোগে আনোয়াপুরে আবজাল কারির ছেলে যুবদল কর্মী হাসান ও কিতাব আলী ছেলে মিতুলকে আটক করা হয়৷

নওগাঁ : ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন রবিবার সকালে নওগাঁর ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় পার্কিং করা ২ টি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা৷ এতে পাশে থাকা অপর একটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে৷প্রত্যক্ষদর্শীরা ভোর ৪ টার দিকে নওগাঁ শহরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে রাখা টিআর ট্রাভেলসের একটি ও ডিপজল এন্টারপ্রাইজের একটি শীতাতপ নিয়ন্ত্রিত দুরপাল্লার বাসে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়৷ এতে টিআর ট্রাভেলস সম্পূর্ণ এবং ডিপজল এন্টারপ্রাইজ আংশিক ভষ্মিভূত হয়৷ এছাড়া পাশে রাখা এসআর ট্রাভেলসের একটি বাসেও আগুন ছড়িয়ে পড়ে৷

ঘটনার পর পর নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ওসি জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই নাশকতামুলক কাজের সাথে জড়িতদের খুজে বের করে গ্রেফতারের ব্যবস্থা করতে পুলিশের টিম কাজ করছে৷

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: রবিবার জয়পুরহাটের পাঁচবিবিতে নাশকতার প্রস্তুতিকালে ৫টি ককটেলসহ ২ শিবির কমর্ীকে এলাকাবাসী আটক করে পাঁচবিবি থানা পুলিশে সোপর্দ করেছে৷থানার অফিসার ইনচার্জ আবু হেনা মোসত্মফা কামাল জানান, বিকেল ৩ টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের ফতেহপুর মাদ্রাসার সামনে থেকে পিয়ারা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৪) ও নন্দীগ্রামের সোরয়ারের ছেলে মোঃ ইউসুফ আলীকে (১৮) আটক করা হয়৷ পুলিশের কাছে স্বীকারোক্তিতে আটককৃতরা জানায় তাদের ১৩জন সদস্য রয়েছে৷ পুলিশ আটকের স্বার্থে অপর সদস্যদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেছে৷

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার সাউদেরখালপাড় (কটকস্থল) নামক স্থানে গত শুক্রবার দিবাগদ রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়ী পোড়ানোর ঘটনায় গত শনিবার রাতে ২০ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছে৷ এ ঘটনায় গৌরনদী থানা পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি ছাত্রদল নেতা আল মামুনকে গ্রেপ্তার করেছে৷ গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাত হোসেন জানান, ঢা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার সাউদেরখালপাড় (কটকস্থল) নামক স্থানে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় অজ্ঞাতনামা মুখোসধারী অবরোধ সমর্থকরা পিক আপ (যশোর-খ ১১-০৫৫৭) গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়ীটি পুড়িয়ে দেয়৷ এ ঘটনায় গত শনিবার রাতে গৌরনদী থানার উপ-পরিদর্শক (এস, আই) স্বপন কুমার মণ্ডল বাদি হয়ে বরিশালে উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল মামুনসহ ২০ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছে৷র্ ওসি আরো জানান, গতকাল রবিবার সকালে মামলার এজাহারভূক্ত আসামী আল মামুন সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷ যশোরে হরতাল বিরোধী মিছিল

যশোর বু্যরো :২০ দলীয় জোট আহুত হরতালের প্রতিবাদে রোববার যশোরে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন৷ শহরের বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে গাড়িখানা রোডে দলীয় কার্যালয়ে হাজির হয়৷ পরে সেখান থেকে বিৰোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে৷ এছাড়া মনিহার এলাকা থেকে ছাত্রলীগ হরতাল বিরোধী একটি বিৰোভ মিছিলটি বের করে৷ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে৷ এসময় হরতাল বিরোধী বিভিন্ন শেস্নাগান দেয়া হয়৷ ২০ দলীয় জোট আহুত খুলনা বিভাগের ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন রোববার যশোরে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে৷ এদিকে, নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ৷ ৩৬ ঘন্টা হরতালের প্রথমদিন জোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়৷ সকালে শহরের এইচএম রোড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি নেতাকর্মীরা৷ হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে র্যাব-পুলিশের টহল জোরদার রয়েছে৷

এদিকে হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে ৪০জনকে আটকের কথা স্বীকার করেছেন যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন৷ এদের মধ্যে ৪ বিএনপি ও ৪ জামায়াতের নতোকর্মী রায়েছে বলে তিনি জানান৷

মৌলভীবাজার:কুলাউড়ায় অবরোধকারীদের ঝাটিকা হামলায় ৪ টি গাড়ী ভাঙচুর করেছে৷ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ ২ জনকে আটক করেছে৷প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল ২৪ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় অবরোধকারীরা শহরের উত্তরবাজার এলাকায় অবরোধকারীরা জড়ো হয়ে আকষ্মিক গাড়ীতে হামলা চালায়৷ হামলায় একটি ট্রাক, একটি পিকআপ ভ্যান, একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিঙ্া ভাঙচুর করে৷ যাবার সময় অবরোধকারীরা একটি পেট্রোল বোমা মেরে রাস্তায় আগুন ধরিয়ে পালিয়ে যায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ এসময় পুলিশ সন্দেহভাজন ২ ব্যক্তিকে আটক করে৷ আটককৃতদের বাড়ী ফেঞ্চুগঞ্জ উপজেলায়৷ তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি৷ কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাত্‍ক্ষণিকভাবে ঘটনাস্থলে পেঁৗছে৷ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেনকে (৪৮) আটক করেছে পুলিশ৷ গতকাল ২৪ জানুয়ারি শনিবার বিকেল ৫টার দিকে শহরতলী এলাকা থেকে তাকে আটক করা হয়৷ মৌলভীবাজারের এএসপি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে৷

এদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ৷ ২৪ জানুয়ারি শনিবার বিকেল ৩টার দিকে ভৈরববাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ মনোয়ার হোসেন কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার এলাকার মছদর আলীর ছেলে৷
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরববাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ৷ তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় গাড়ি পোড়ানোর মামলা রয়েছে বলে জানান ওসি৷ শ্রীমঙ্গলে ট্রাক পোড়ানোর ঘটনায় সাংবাদিকসহ বিএনপির ৪৪ নেতাকমর্ীর বিরম্নদ্ধে মামলাঅন্যদিকে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকে আগুন দেয়ার ঘটনায় জাতীয় দৈনিকের সাংবাদিকসহ ২০ দলীয় জোটের ৪৪নেতাকমর্ীর নাম উল্যেখ করে অজ্ঞাত ২০/২৫ জন নেতাকমর্ীর নামে শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে৷

পুলিশ জানায়, গত ২২জানুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার এলাকায় মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাকে অগি্ন সংযোগ করে দুর্বৃত্তরা৷ এর পরিপেক্ষিতে গত শুক্রবার রাতে শ্রীমঙ্গল থানার এএসআই হুমাইয়ুন কবির বাদী বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়৷ মামলায় দৈনিক নয়াদিগন্তের শ্রীমঙ্গল সংবাদদাতা এম এ রকিব, ঢাকা ট্রিবিউনের শ্রীমঙ্গল প্রতিনিধি সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এম ইদ্রিছ আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান (হাজী মুজিব),বাংলাদেশ জামায়াতে ইসলামের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল আউয়ালসহ জোটের ৪৪নেতাকমর্ীর নাম উল্যেখ করে এ মামলা হয়৷ এঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদল ও যুবদলের ৭ নেতা-কমর্ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ৷শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদনত্ম) নজরম্নল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে৷ আটককৃতদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে৷এদিকে এই মামলায় সাংবাদিকদের জড়িয়ে মামলায় আসামী করায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সকল সদস্যবৃন্দ৷

ফেনী :ফেনীতে ৭টি পেট্রোল বোমা ও একটি ককটেলসহ মোহাম্মদ আজিম বোমা আজিম (৩২) নামে পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি শহরের শহীদুলস্না কায়সার সড়কের পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজ সংলগ্ন আড্ডা বাড়ী এলাকার অধিবাসী ও এলাকায় একজন সক্রীয় যুবদল কর্মী হিসেবে পরিচিত৷

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে শহরের শহীদ শহীদুলস্না কায়সার সড়কের পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজ সংলগ্ন আড্ডা বাড়ী এলাকা থেকে মোহাম্মদ আজিম ওরফে বোমা আজিমকে গ্রেপ্তার করা হয়৷ এ সময় পুলিশ তাঁর নিকট থেকে ৭টি পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করে৷ ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, মোহাম্মদ আজিম ফেনী থানা পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী৷ তার বিরম্নদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও বিস্ফোরক আইনে ৬টি মামলা রয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছিল৷ এছাড়া তার বিরম্নদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷