Communication Minister_Govt Titumir College Chattro League------1

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: নিজ কার্যালয়ের দরজা বন্ধ রেখে খালেদা জিয়া সংলাপের পথও রুদ্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ রোববার রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিরতণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷ওবায়দুল কাদের বলেন, শনিবার একটি সুবর্ণ সুযোগ এসেছিল সংলাপ ও সমঝোতার৷ কিন্তু নিজের কার্যালয়ের দরজা বন্ধ করে খালেদা জিয়া সমঝোতাকে অবরুদ্ধ করে ফেললেন৷ সংলাপকেও অসম্ভব করে ফেললেন৷ তিনি বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন যে তিনি দেশের শান্তি চান৷

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা নিজের ঘরের দরজা বন্ধ করে সংলাপের দরজা বন্ধ করে দিলেন৷ সমঝোতা আর সংলাপকে অসম্ভব করে ফেললেন৷তিনি বলেন, বোমাবাজির মতো অরাজনৈতিক কর্মকাণ্ডের মোকাবেলা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে৷এ সময় খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অচিরেই তার সঠিক জবাব পাবেন৷

মন্ত্রী বলেন, শনিবার, ২৪ জানুয়ারি পুত্রশোকে কাতর খালেদাকে সমবেদনা জানাতে গিয়ে শেখ হাসিনা অবাঞ্ছিত হয়ে ফিরে এলেন৷ এর মাধ্যমে নিজের ঘরের দরজা বন্ধ করে সংলাপের দরজা বন্ধ করে দিলেন৷ সমঝোতা আর সংলাপকে অসম্ভব করে ফেললেন তিনি৷আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, আমি নিজেও ভাবিনি শেখ হাসিনা শোকাহত খালেদার কার্যালয়ে যাবেন৷ শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন, তিনি মানবিক গুণাবলী সম্পন্ন সত্যিকারের একজন মা৷ প্রমাণ করেছেন, এদেশের পেট্রোল বোমার আহাজারির মধ্যে শান্তি চান হাসিনা৷

তিনি বলেন, প্রতিপক্ষের পক্ষ থেকে যে হামলা এসেছিল তারপরেও কেন যাবো! তার ছেলে মারা গেছে তাতে আমার কী এরকম অনুভূতির প্রশ্রয় দেননি শেখ হাসিনা৷এ সময় তিনি বলেন, এর মাধ্যমে আকেরটি সুবর্ণ সুযোগ হারালো বিএনপি৷

ওবায়দুল কাদের বলেন, আমরা রাজনীতিকে মোকাবেলা করবো রাজনীতি দিয়ে আর বোমাবাজির মতো অরাজনৈতিক অবস্থার মোকাবেলা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে৷ অচিরেই তারা এর সঠিক জবাব পেয়ে যাবেন৷এর আগে তিনি বলেন, সংলাপ এবং সমঝোতার পথটিও বন্ধ করে দেওয়ায় আবারও স্বস্তির সুবাতাস আতঙ্কে পরিণত হলো৷ দেশ আবারও উদ্বেগ-আতঙ্কে পরিণত হলো৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি একটুও ভদ্রতা দেখায়নি৷ ক্ষমতার সিংহাসনের জন্য খালেদা হাসিনাকে অপমানিত করেছেন৷ এই অপমানের জবাব দেশের ১৬ কোটি মানুষকে নিয়ে আওয়ামী লীগ দেবে৷

কলেজ ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুণ-উর রশীদ, কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহমেদ নাসের, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ