arafat-coco20150125083734

দৈনিকবার্তা- ঢাকা, ২৬ জানুয়ারি:  নয়া পল্টনে নয়,মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে বনানী সামরিক কবরাস্থানে দাফনের সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি৷ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গুলশানের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের জন্য কফিন রাখা হবে তিন ঘন্টা৷ এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে বায়তুল মোকাররমে৷সেখানে আসরের পর জানাজা শেষে দাফনের জন্য কফিন নিয়ে যাওয়া হবে বনানী সামরিক কবরাস্থানে৷

আরাফাত রহমান কোকোবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকায় পৌঁছবে৷ মালয়েশিয়ান এয়ারলাইনসের ১২০ নম্বর ফ্লাইটে মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে৷ কোকোর গায়েবানা জানাজা বুধবার নয়, হবে মঙ্গলবার ৷

সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য জানান৷ তিনি জানান, মালয়েশিয়ার বিমানবন্দর থেকেআগামীকাল সকাল নয়টায় আরাফাত রহমানের মরদেহবাহী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে৷ বেলা ১১টায় বিমানটির ঢাকা এসে পৌঁছানোর কথা৷ এদিকে মঙ্গলবার সকাল সাড়ে১০ টায় সারা দেশে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে৷২৪ জানুয়ারি শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে কোকো মারা যান৷ তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর৷

এদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার আসরের পর বায়তুল মোকাররমে জানাজা পড়িয়ে বনানীতে দাফন করা হবে৷বিএনপি এর আগে গণমাধ্যমকে জানিয়েছিল, মঙ্গলবার সকালে কোকোর মরদেহ ঢাকায় আনার পর বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা হবে৷ এছাড়া বুধবার সারাদেশে গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল৷

এই সূচিতে পরিবর্তন আনার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবারের পরিবর্তে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার বাইরে গায়েবানা জানাজা হবে৷ সারাদেশে দলীয় নেতা-কর্মীদের এই জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রিজভী৷ কোকোর মৃতু্যতে সোমবার থেকে তিন দিনের শোক পালন করছে বিএনপি৷ সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেছেন৷

মুদ্রা পাচারের মামলায় ছয় বছর কারাদণ্ডের সাজা নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে থাকা আরাফাত রহমান কোকো শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান৷ তার বয়স হয়েছিলো ৪৫ বছর৷

বিএনপি নেতারা জানান, মঙ্গলবার সকালে আরাফাত রহমান কোকোর মরদেহ মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছাবে৷ সেখান থেকে মরদেহ নেওয়া হবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে৷ গত ৩ জানুয়ারি থেকে সেখানেই অবস্থান করছেন কোকোর মা খালেদা জিয়া৷মালয়েশিয়া বিএনপির নেতা মাহবুব আলম শাহ জানান, স্থানীয় সময়ে ভোর সাড়ে ৫টায় কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কোকোর কফিন দেশে নেওয়া হবে৷

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গুলশানের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের জন্য কফিন রাখা হবে তিন ঘন্টা৷ এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে বায়তুল মোকাররমে৷সেখানে আসরের পর জানাজা শেষে দাফনের জন্য কফিন নিয়ে যাওয়া হবে বনানী সামরিক কবরাস্থানে৷বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার আরাফাত ২০০৮ সালের ১৭ জুলাই তখনকার কর্তৃপক্ষের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে চিকিত্‍সার জন্য থাইল্যান্ডে যান৷ সেখান থেকে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান৷

এরপর মুদ্রা পাচারের একটি মামলায় ২০১১ সালে ২৩ জুন কোকোকে ছয় বছরের কারাদণ্ড দেয় আদালত; সেই সঙ্গে তাকে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়৷ তবে বিএনপির দাবি, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷