BB Sangescritik Jot_Human Chain---------3

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ জানুয়ারি: বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে জনগণ প্রতিবাদী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ৷যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে জনগণ গণপিটুনি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি৷ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন৷

পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে হাছান মাহমুদ আরো বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে শুধু তাদের গণপিটুনি দিলে হবে না, যারা এর নির্দেশ দিচ্ছেন তাদেরও গণপিটুনি দিতে হবে৷ তাহলেই ককটেল ও পেট্রোল বোমা মারা বন্ধ হবে৷

তিনি বলেন, খালেদা জিয়ার ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর অতীতের সব কিছু ভুলে প্রধানমন্ত্রী তাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন৷ একজন মা আরেকজন মাকে সমবেদনা জানাতে গেলেও তারা তাতে সাড়া দেননি৷ বাংলাদেশের সংস্কৃতিতে এ ধরনের শিষ্টাচার বিবর্জিত ঘটনা এর আগে ঘটেনি৷খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চেয়ে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহবানও জানান হাছান মাহমুদ৷হাছান মাহমুদ বলেন, বিএনপি রাজনীতির নামে মানুষ হত্যা শুরু করেছে৷ এ অবস্থা থেকে দেশের সাধারণ মানুষ মুক্তি চায়৷ খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ছেলের স্বাভাবিক মৃতু্যতে আপনি ভেঙে পড়েছেন৷ কিন্তু আন্দোলনের নামে যেসব মায়ের বুক খালি করেছেন তাদের আহাজারি কি আপনার কানে পৌঁছায় না?

সমবেদনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়া যে আচরণ করেছেন- দেশ ও বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন ঘটনার নজির নেই মনত্মব্য করে তিনি বলেন, পেট্রোল বোমায় যারা এ পর্যনত্ম মারা যাচ্ছেন এবং আহত হচ্ছেন প্রত্যেকটা পরিবার থেকে যদি হত্যা মামলা দায়ের করা হয় প্রতিটি মামলায়ই হুকুমের আসামি হিসেবে বেগম জিয়ার শাসত্মি হবে৷

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে যে কোন মূল্যে শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে হবে৷সমাবেশে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা৷ বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড.শামসুল হক টুকু এম.পি, ঢাকা মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, প্রমুখ৷