পিকআপ ভ্যানে আগুন

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২৬ জানুয়ারি: ঠাকুরগাঁওয় সদর উপজেলার ২৯ মাইল এলাকায় মালবাহী একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুবর্ৃত্তরা৷ এতে চালক নাজমুল ইসলাম অগি্নদগ্ধ হয়েছেন৷ তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ২৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে৷ দগ্ধ নাজমুল কুষ্টিয়া জেলার শিবপুর উপজেলার সাহেবগড় গ্রামের ইউনুস প্রমাণিকের ছেলে৷ তিনি রাতে বগুড়ার মির্জাপুর থেকে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে ঠাকুরগাঁওয়ে আসছিলেন৷

দগ্ধ নাজমুল জানান, বগুড়া থেকে পিকআপ ভ্যানে করে মুরগির বাচ্চা নিয়ে তিনি ও তার ভগি্নপতি মনিরম্নল ইসলাম ঠাকুরগাঁওয়ে আসছিলেন৷ পথিমধ্যে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ২৯ মাইল এলাকায় পৌঁছলে ১০-১৫ জন যুবক গাড়ির সামনে কাঠের গুঁড়ি ফেলে গতিরোধ করে৷ ঘন কুয়াশায় পরিষ্কার করে তেমন কিছু দেখা যাচ্ছিলো না৷ তবে সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্র দেখেই তিনি গাড়ি ব্যাক গিয়ার দেই৷ দুবর্ৃত্তরা দৌড়ে গাড়ির কাছে এসে পেট্রোল ঢালে এবং আগুন লাগিয়ে দেয়৷ এসময় তিনি গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তারা বাইরে থেকে গেট লক করে দেয়৷ ভগি্নপতি অন্য পাশ দিয়ে বের হয়ে দুর্বৃত্তদের কাছে আকুতি মিনতি করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়৷ তিনি সরে গেলে কোপটি গাড়িতে লাগে৷ পুরো গাড়িতে আগুন লাগার পর দুর্বৃত্তরা সরে গেলে অনেক কষ্টে তিনি বেরহয়৷সোমবার সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে দগ্ধ নাজমুল এ কথা জানান৷ এসময় তিনি দোষীদের গ্রেফতার করে বিচার দাবি করেন৷

এ ব্যাপারে দগ্ধ নাজমুলের ভগি্নপতি মনিরম্নল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত নামা ৩৫ জনকে আসামি করে ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করেন৷ এ ঘটনায় ওই রাতেই পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে৷ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল শুভেন্দু দেব নাথ বলেন, তার অবস্থা শংকামুক্ত নয়৷ উন্নত চিকিত্‍সার জন্য তাকে রংপুর অথবা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে৷ বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে৷