image_115295_0-1

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ জানুয়ারি: আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আনত্মর্জাতিক ফুটবল টুর্ণামেন্ট৷ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টের ম্যাচগুলো৷ এ উপলৰ্যে ম্যাচের টিকিটের মুল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷বাফুফের সিদ্ধানত্ম অনুযায়ী টুর্ণামেন্টের গ্রম্নপ পর্বের ম্যাচের জন্য সাধারণ গ্যালারী টিকিটের মুল্য নির্ধারিত হয়েছে ৫০ টাকা৷ আর ভিআইপি টিকিটের মুল্য ১০০ টাকা৷ তবে নক আউট পর্ব অর্থাত্‍ দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট কিছুটা বেশী মুল্যে নিতে হবে দর্শনাথর্ীদের৷ এ ৰেত্রে সাধারণ গ্যালারির টিকিটের মুল্য ৮০ টাকা এবং ভিআইপি টিকিটের মুল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে৷ ঢাকা ও সিলেট উভয় ভেনু্যতেই এই মুল্য কার্যকর হবে৷এছাড়া ঢাকায় কিছু কর্পোরেট বঙ্ রয়েছে৷ সেগুলোতে বসেও খেলা দেখতে পারবেন ফুটবল অনুরাগীরা৷ সেখানে একটি আসনের বিপরীতে ব্যয় করতে হবে ৫০০টাকা৷

বাফুফে ভবন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম থেকে টিকিট সংগ্রহ করা যাবে৷ অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমেও টুর্ণামেন্টের টিকিট ক্রয় করা যাবে৷ িি.িরসফযধশধ.পড়স এই ঠিকানায় ইন্টারনেটের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে৷ আসন্ন এই টুর্ণামেন্টের টিকিট কেনা যাবে বিকাশ এর মাধ্যমেও৷ ০১৭৭৫৮৮৭৭৪৪ নম্বরে বিকাশের মাধ্যমে কেনা যাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আনত্মর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের টিকিট৷

আসন্ন এই টুর্ণামেন্টে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ সহ ছয়টি দল৷ দলগুলো হচ্ছে- মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ৷