Modi_Obama

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ জানুয়ারি: বৃষ্টির মধ্যে ভারতের রাজধানী দিলি্লতে দেশটির প্রজাতন্ত্র দিবসের প্যারেড হয়েছে৷সোমবারের এই অনুষ্ঠানটিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ নয়াদিলি্লর ঐতিহাসিক ‘রাজপথে’ অনুষ্ঠিত ভারতের প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ শেষে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷স্থানীয় সময় সোমবার সকাল দশটায় কুচকাওয়াজ স্থলে উপস্থিত হন প্রজাতন্ত্র দিবসের এবারের প্রধান অতিথি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট৷ সঙ্গে ছিলেন স্ত্রী মিশেল ওবামা৷

রাজপথে অনুষ্ঠানের মঞ্চে ওবামা দম্পতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুলেটহপ্রুফ ওই মঞ্চে বসে প্রায় দুই ঘন্টা কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন ওবামা৷ সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সহ ভারতের শীর্ষ মন্ত্রী ও ঊধর্্বতন কর্মকর্তারা৷ অনুষ্ঠান উপভোগ শেষে দুপুর বারোটায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ওবামা৷প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সমরাস্ত্র প্রদর্শন করে ভারতীয় সামরিক বাহিনী৷ এবারই প্রথমবারের প্রদর্শন করা হয় মধ্যমপাল্লার অত্যাধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আকাশ৷ এছাড়া প্রদর্শন করা হয় অত্যাধুনিক ‘মিগ ২৯- কে’ জঙ্গিবিমান৷

তবে এবারের কুচকাওয়াজের মূল আকর্ষণ ছিলোসেনা,নৌ ও বিমান বাহিনীর তিনটি বিশেষ কন্টিনজেন্ট৷ কন্টিনজেন্ট তিনটির সব সদস্যই ছিলেন নারী৷ এই প্যারেডের থিম ছিলো নারী শক্তি৷ এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও,বেটি পড়াও ক্যাম্পেইনকেও তুলে আনা হয় কুচকাওয়াজের অনুষ্ঠানে৷ অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক ডিসপ্লে প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা৷প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানস্থল ত্যাগের পর এখন কংগ্রেস সভানত্রী সোনিয়া গান্ধী, তার পুত্র কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করবেন ওবামা৷ রোববার ভারত পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ সকালে দিলি্লর পালাম বিমাবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

এনডিটিভি বলছে, সকালে ভারতীয় বিমান বাহিনীর চারটি হেলিকপ্টার ভারতের তেরঙা জাতীয় পতাকা ও ভারতীয় সেনাবাহিনীর তিন বিভাগের পতাকা বহন করে দিলি্লর প্যারেড গ্রাউন্ড রাজপথের উপর দিয়ে উড়ে যায়৷এর মাধ্যমেই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ওবামার উপস্থিতিতে অন্যমাত্রা পাওয়া ভারতীয় প্রজাতন্ত্র দিবসের প্যারেড শুরু হয়৷এরআগে মোদী দিলি্লর ইন্ডিয়া গেইটে অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভে ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান৷এরপর রাজপথের মূল অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তিনি ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে স্বাগত জানান৷

দ্য বিস্ট’ বা পশু নামে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ গাড়িটি থেকে হাল্কা বৃষ্টির মধ্যে ওবামা ও মিশেল নেমে এলে অনুষ্ঠানস্থলে উপস্থিতরা উল্লসিত করতালির মাধ্যমে সম্মানিত অতিথিদের স্বাগত জানান৷

60914_i4

বুলেটপ্রুফ কাঁচ দিয়ে ঘেরা একটি স্যালুট ডায়াস থেকে ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভারতীয় সামরিক শক্তির প্রদর্শনী দেখেছেন ওবামা৷ওবামার উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ অনুষ্ঠানস্থলকে ঘিরে ৫০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করে সাতটি নিরাপত্তা স্তর গড়ে তোলা হয়েছে৷ এদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের ৫০০ জন এজেন্টও রয়েছেন৷মাওবাদীরা প্রতিবাদ করার চেষ্টা করতে পারেন, গোয়েন্দাদের এমন খবরের ভিত্তিতে দিলি্ল পুলিশকে কালো ক্যাপ ও টুপি পরা লোকজনকে তল্লাশি করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে৷

রাজপথের অনুষ্ঠানস্থলে উপস্থিত জনতা ও অংশগ্রহণকারীদের মধ্যে সন্দেহজনক গতিবিধি নজরদারী করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ৫০০পুলিশ কর্মকর্তাকে রাখা হয়েছে৷ আন্তর্জাতিক সন্ত্রাসীদের প্রতিরোধ করতেও এই কর্মকর্তাদের বিশেষভাবে প্রশিক্ষিত করা হয়েছে৷সকাল থেকেই দিলি্লতে বৃষ্টি হতে থাকায় প্যারেডের বিশেষ আকর্ষণ ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হওয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল৷ তবে আবহাওয়ার দুর্যোগপুর্ণ হওয়ার পরও ফ্লাইপাস্ট অনুষ্ঠান পরিবর্তিত হয়নি৷

এবারের প্যারেডের থিম স্লোগান করা হয়, নারী শক্তি৷ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর নারী সদস্যদের তিনটি দল থিম মার্চ করে৷শরীরে যে বাঙালির রক্ত- এর প্রমাণ দেওয়ার সুযোগ পেলে সাধারণত হাতছাড়া করেন না ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মানে আয়োজিত নৈশভোজেও নিজস্ব শিষ্টাচার, সংস্কৃতি আর খাবারে সেই বাঙালিয়ানার প্রমাণ রাখলেন তিনি৷

দিলি্লর রাইসিনা হিলে চার হাজার একর জমির ওপর মুঘল বাগানে নির্মিত রাষ্ট্রপতি ভবন আয়তনের দিক দিয়ে বিশ্বে রাষ্ট্রপ্রধানদের বাসভবনগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম৷ সেখানেই নৈশভোজে কবিগুরুর সংগীতের মূচ্র্ছনার সঙ্গে সর্ষে দেওয়া মাছ আর নলেন গুঁড়ের সন্দেশে মুগ্ধ হলেন হোয়াইট হাউজের অধিপতি৷পুরো আয়োজনেই দুই নেতার অন্তরঙ্গতা ছিল হৃদ্যতাপূর্ণ আর উষ্ণতায় ঘেরা৷মনমোহন সিং সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী হিসাবে ২০১০ সালে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথা ওবামার সামনেই স্মরণ করেন প্রণব৷

সেই অভিজ্ঞতাকে অসাধারণ অভিহিত করে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি বলেন, এবার নিজে অভ্যর্থনাকারী হতে পেরে আমি দ্বিগুণ আনন্দিত৷মার্কিন অতিথিরা যখন বাঙালি খাবারের স্বাদ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, প্রণব তখন ব্যক্তিগতভাবে ওবামার সম্মানে বাদ্যযন্ত্রে সুর তোলার অনুরোধ করেন নৌবাহিনীর বাদকদলকে৷বেজে ওঠে বিশ্বকবির সেই বিখ্যাত গানের সুর- যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে৷

রাষ্ট্রপতি ভবনের পাচকরা খাবারের টেবিলে রোগান জোশ আর চিকেন মালাই টিক্কার মতো বিখ্যাত কাশ্মিরি ও মোগলাই পদ রাখলেও বাঙালি খাবারের প্রতি ভালোবাসার কথাই বারবার প্রণবের মুখে উচ্চারিত হয়েছে৷

খাওয়ার টেবিলে অন্তত দুইবার সর্ষে দিয়ে রান্না করা মাছ চেখে দেখতে ওবামাকে উত্‍সাহ দেন প্রণব৷ ভারতের রাষ্ট্রপতির অনুরোধে বিখ্যাত নলেন গুঁড়ের সন্দেশের স্বাদও নিতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে৷দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মধ্যাহ্নভোজে ছিল গুজরাটি খাবার; রাতে রাষ্ট্রপতি ভবনে বাঙালি খাবারে শেষ৷ ওবামার মুখে তাই বাঙালি খাবারের স্বাদ অনেকদিন লেগে থাকাই স্বাভাবিক৷প্রধান অতিথি হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রোববার স্ত্রী মিশেলকে নিয়ে ভারতে পৌঁছান বারাক ওবামা৷ ভারতের প্রজাতন্ত্র দিবসে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রধান অতিথি হওয়া এবারই প্রথম৷ ভারত ও যুক্তরাষ্ট্র সহযোগিতার পথে নতুন যাত্রা শুরু করেছে৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে একথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ওবামা বলেছেন, সম্পর্ক আরো উন্নত করতে দু’দেশ নতুন করে বন্ধুত্বের ঘোষণা দিয়েছে৷

নেতারা নতুন করে প্রতিরক্ষা এবং বাণিজ্য চুক্তির ঘোষণা দেয়াসহ নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন৷ যৌথ এক সংবাদ সম্মেলনে মোদী বলেছেন, নতুন করে আস্থার ভিত্তিতে দু’ দেশ নতুন যাত্রা শুরু করেছে৷ওবামা সম্পর্কে তিনি বলেন, আমরা বন্ধুত্ব গড়েছি৷ খোলামনে আলোচনা করেছি৷দু’দেশ প্রতিরক্ষা প্রকল্পে সহযোগিতা বাড়ানোসহ সন্ত্রাসীদের স্বগর্রাজ্য নির্মল করে তাদেরকে বিচারের আওতায় আনার কাজে সহযোগিতা জোরদার করবে৷পরমাণু বাণিজ্যের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতির ঘোষণা দিয়েছেন ওবামা ও মোদী৷ পরমাণু জ্বালানি চুক্তির ক্ষেত্রে মতবিরোধ দূর করে সহযোগিতা করতে রাজি হয়েছেন দু নেতা৷এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, পরমাণু চুক্তির পূর্ণ বাস্তবায়নের পথে এগিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ৷ দুদেশ একসঙ্গে কাজ করে সম্পর্ককে এগিয়ে নেয়ার দৃষ্টান্ত স্থাপনের জন্য এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷