Rajdhani

দৈনিকবার্তা- গাজীপুর, ২৭ জানুয়ারি : গাজীপুরে শ্রীপুর উপজেলার ত্রিমোহনী এলাকায় শীতলৰ্যা নদীতে যাত্রীবাহী দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ এক মহিলার লাশ চারদিন পর মঙ্গলবার উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ৷ তার নাম মজিদা বেগম (৪৫)৷ সে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের সুরম্নজ মিয়ার স্ত্রী৷ এ নিয়ে ওই ঘটনায় মজিদা বেগমের শিশু নাতনীসহ নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে৷

গত শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ত্রিমোহনীর নান্দিয়া সাঙ্গুন এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলৰ্যা নদীর মোহনায় যাত্রীবাহী ইঞ্জিন চালিত দু’টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হলে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার নদীতে ডুবে যায়৷ যাত্রীদের অধিকাংশই সাঁতরে তীরে উঠে এলেও কয়েক জন নিখোঁজ হয়৷ ঘটনাস্থলটি গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এবং ময়মনসিংহ জেলার নবগঠিত পাগলা এ তিন থানার সীমানত্ম এলাকায়৷ এ ঘটনায় নিহত গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ মধ্যপাড়া এলাকার মো. আশরাফ আলীর ৮মাসের শিশু সনত্মান সাবেকুন্নাহার এবং ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সুতার তাপুর কোনাপাড়া এলাকার আঃ খালেকের স্ত্রী আসমা বেগমের (৩২) লাশ ঘটনার দিনই এলাকাবাসি নদী থেকে উদ্ধার করলেও সাবেকুন্নাহারের নানী মজিদা বেগমকে (৪৫) খুঁজে পায় নি এলাকাবাসি৷ ঘটনার চারদিন পর মঙ্গলবার সকালে এলাকাবাসী নিখোঁজ মজিদা বেগমের লাশ দূর্ঘটনাস্থলের প্রায় দেড়’শ গজ দূরে পশ্চিম পাড়ে নদীতে ভাসতে দেখে৷ খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে৷

শ্রীপুর মডেল থানার এসআই আব্দুল মজিদ জানান, আবেদনের প্রেৰিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মজিদা বেগমের লাশ তার স্বজনদের কাছে হসত্মানত্মর করা হয়েছে৷