ঢাবি

দৈনিকবার্তা-ঢাকা,২৮জানুয়ারি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের হাজারো শিক্ষার্থী প্রতিবছরের মতো এবারও মিলিত হচ্ছেন তাদের সাবেক শিক্ষায়তনে৷ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি) বার্ষিক এই পুনর্মিলনীর আয়োজন করেছে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি৷

সংগঠনের সভাপতি ওয়াজির সাত্তার বলেন, ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা, যাদের মধ্যে মন্ত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের সফল ও পরিচিত ব্যক্তিরা রয়েছেন, তারা এবারো অনুষ্ঠানে আসবেন৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বক্তৃতা ও স্মৃতিচারণ৷এছাড়াও টিএসসিতে থাকবে খাবারের আয়োজন৷২৭ জানুয়ারি ছিল ইংরেজি বিভাগের ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী৷ এর তিন দিনের মাথায় এবারের পুনর্মিলনী হচ্ছে৷

ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই৷ আর অ্যালামনাই সোসাইটির যাত্রা শুরু হয় ১৯৮৬ সালের ডিসেম্বরে৷বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর এ বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার দিয়ে থাকে অ্যালামনাই সোসাইটি৷ আর প্রতিবছর জানুয়ারির শেষ শুক্রবার সোসাইটির পুনর্মিলনীতে এ ঘোষণা আসে৷