141126113019_bangla_asaduzzaman_khan_640x360_bbc_nocredit

দৈনিকবার্তা- ঢাকা, ২৯ জানুয়ারি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোট যা করছে তা সম্পূর্ণ অমানবিক৷ দেশের জনগণও আজ তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার পর্যায়ে চলে গেছে৷ কারণ তারা দেশের সাধারণ মানুষসহ কাউকেই রেহাই দেয়নি৷

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একাত্ততা প্রকাশ করে বলেন, আইনের মধ্য থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যা যা করার বিধান রয়েছে তা করার নির্দেশ দেয়া হয়েছে৷জাতীয় পুলিশ সপ্তাহ ২০১৫ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন মাঠে তিনি একথা বলেন৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, যে কোনো মূল্যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা ও সন্ত্রাস দমন করা হবে৷২০ দলীয় জোট বিশ্ব ইজতেমার সময়ও তাদের অবরোধ প্রত্যাহার করেনি৷ এটা দেশের জনগণ দেখেছে৷ আসন্ন এসএসসি পরীক্ষার সময় যদি তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার না করে তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে৷

গত ৩-৪ দিন ধরে দেশের সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক৷এসময় তিনি বলেন, পুলিশ বাহিনীর ওপর দেশবাসীর প্রত্যাশা ছিল৷ দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বাত্মক দায়িত্ব পালন করবে৷ প্রত্যাশা অনুযায়ী পুলিশ বাহিনী কাজ করায় গত ৩-৪ দিনে দেশের সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে৷ এ জন্য প্রধানমন্ত্রী নিজেই পুলিশ বাহিনীর প্রশংসা করেছেন৷