r213

দৈনিকবার্তা- ঢাকা, ২৯ জানুয়ারি: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আওয়ামী লীগ ও বিএনপিকে না বলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷ বর্তমানে গণতন্ত্র শুধু শেরে বাংলা নগর ও সংসদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে৷ এর বাইরে কোনো গণতন্ত্র নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ৷তিনি বলেন, এ দুই দল শুধুমাত্র আগুন জ্বালিয়েছে, এখনও জ্বালাচ্ছে৷ তারা আগুন নেভাতে পারেনি, পারবেও না৷এদের ওপর আস্থা রাখা যায় না৷দেশের মানুষকে তাই জাতীয় পার্টির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি৷

বৃহস্পতিবার বিকেলে সহিংসতা, জ্বালাও, পোড়াও, দমনপীড়নের প্রতিবাদে আয়োজিত প্রতীকী অনশনে এরশাদ এসব কথা বলেন৷ জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এ অনশনের আয়োজন করা হয়৷ দেশের বর্তমান জ্বালাও- পোড়াও রাজনীতির প্রতিবাদে গণঅনশন আয়োজন করে দলটি৷ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতীকী অনশনে অংশ নেন এরশাদও৷ অনশন কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা৷

এরশাদ বলেন,এ দুই দলের মধ্যে গণতন্ত্র নেই৷ জাতীয় সংসদকে ইঙ্গিত করে তিনি বলেন, শেরেবাংলা নগরের মধ্যেই তাদের গণতন্ত্র সীমাবদ্ধ৷ দেশের অন্য কোথাও গণতন্ত্র নেই৷ তিনি বলেন, একমাত্র জাতীয় পার্টিই সারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে৷জ্বালাও পোড়াওর জন্য বিএনপির সমালোচনা করেন এরশাদ৷ তিনি বলেন, এটি ভুল রাজনীতি৷ যারা ক্ষমতার উত্‍স, তাদের জ্বালিয়ে দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না৷খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, একজনের ছেলে হারানোর কান্না আমরা টেলিভিশনে দেখেছি৷ কিন্তু এমন অনেকেই কাঁদছেন, যাঁদের আমরা টেলিভিশনে দেখি না৷’ তিনি বলেন, ধ্বংসের রাজনীতি থেকে সরে আসুন৷ ক্ষমতায় যাওয়ার জন্য গণবিরোধী আন্দোলন মানুষ পছন্দ করবে না৷

সংসদের বাহিরে গণতন্ত্র নেই উল্লেখ করে এরশাদ বলেন, দেশের গণতন্ত্র এখন শেরেবাংলানগরে জাতীয় সংসদের ভেতরে সীমাবদ্ধ৷তিনি বলেন, ক্ষমতার মোহে আমরা এখন রাজনৈতিক শিষ্টাচার হারিয়ে ফেলেছি৷ এখন আমাদের মাঝে কোনো রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার নেই৷এরশাদ বলেন, দুই দল সারা দেশে যে আগুন জ্বালিয়ে দিয়েছে তারা এই আগুন আর নেভাতে পারবে না৷ আমরাই এই আগুন নেভাব৷তিনি বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের জন্য রাজনীতি করে৷ জাতীয় পার্টিই এখন দেশের মানুষের পাশে দাঁড়াবে৷

এসময় তিনি দুই দলকে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আবারো আহবান জানান৷এর আগে গণঅনশন কর্মসূচিতে এসে সংহতি প্রকাশ করেন শিক্ষাবিদ প্রফেসর ড. নাজমুল আহসান, চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন৷