002354nahid

দৈনিকবার্তা- ঢাকা, ২৯ জানুয়ারি: এসএসসি পরীক্ষার সময় হরতাল, অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷ তিনি বলেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবার প্রতি আহ্বান ছেলেমেয়ের বিঘ্ন করবেন না৷বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান৷ বিএনপি ও জামায়াতের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, মানবতার খাতিরে আল্লাহর ওয়াস্তে পৌনে ১৫ লাখ শিক্ষার্থীর কথা ভেবে কর্মসূচি বন্ধ করুন৷ ধন্যবাদ পাবেন৷

অবরোধের কারণে যে পরীক্ষা পেছানো হবে না- তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী৷ এর সঙ্গে হরতালের কর্মসূচি থাকলে পরীক্ষা পেছানো হবে কি না- এমন প্রশ্নে নাহিদ বলেন, পরিস্থিতি বিশ্লেষণ করে বলব৷

বিএনপি ও শরিকদের উদ্দেশে তিনি বলেন, আল্লার দোহাই, মানবতার দোহাই, শিক্ষার্থীদের দোহাই দিচ্ছি… আর কীভাবে আবেদন জানাব? তারা যা করছেন তা গ্রহণযোগ্য না৷ আরো তিন দিন সময় আছে, আশা করছি এর মধ্যে তাদের মানবতা জাগ্রত হবে৷ আল্লাহর কাছে প্রার্থনা করছি- আল্লাহ তাদের রহম দাও৷নাহিদ বলেন, গত বছরও পরীক্ষার সময় সঙ্কট মোকাবেলা করতে হয়েছে৷ এবারও সমস্যার মধ্যে আছি৷ আমরা উদ্বিগ্ন, শিক্ষার্থী-অভিভাবকরাও উদ্বিগ্ন৷ এর প্রভাব ভবিষ্যতে পড়বে৷ এসব বিষয় শিক্ষার্থীদের মানসিক চাপ সৃষ্টি করে, অনিশ্চয়তার মধ্যে ফেলে৷শিক্ষামন্ত্রী বলেন, এই উদ্বেগ শিক্ষাকে, ভবিষ্যতকে বাধাগ্রস্ত করার জন্য, ভবিষ্যতকে পঙ্গু করে দেওয়ার জন্য- এটা চলতে পারে না৷

এবার প্রশ্ন ফাঁসে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে নাহিদ বলেন, শতভাগ সতর্ক আছি আমরা৷ তবে ফেসবুকে দিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ থেকেই যায়৷ ফেসবুকে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তা মুছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে৷

শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে শিক্ষার্থী বেড়েছে ৪৬ হাজার ৫৩৯ জন৷ এবার মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন৷ সময়সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে৷ লিখিত পরীক্ষা শেষ হবে ১০ মার্চ৷

এসএসসিতে মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোডের্র পরীক্ষার্থী ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন৷ মাদ্রাসা ও দাখিলের পরীক্ষার্থী দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীন এসএসসি ভোকেশনালে পরীক্ষার্থী এক লাখ ১০ হাজার ২৯৫ জন৷ সারা দেশে মোট তিন হাজার ১১৬টি কেন্দ্রে পরীক্ষা হবে৷