সুরঞ্জিত_113338

দৈনিকবার্তা- ঢাকা, ৩০ জানুয়ারি: এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে আগামী ২ দিনের মধ্যে অবরোধ-হরতাল তুলে না নিলে সরকার আরো কঠোর ব্যবস্থা নিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত৷শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

তিনি বলেন, সহিংসতার মাধ্যমে প্রায় ১৬ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যত্‍ নষ্টের দায়ভার বিএনপিকেই নিতে হবে৷ চাপ সৃষ্টির মাধ্যমে কখনোই আলোচনা হতে পারে না৷খালেদা জিয়াকে হুঁশিয়ার করে সুরঞ্জিত বলেন, আপনি যদি কোনো সিদ্ধান্ত না নেন তাহলে সরকারও বিকল্প প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে৷এছাড়া জ্বালাও- পোড়াও করে মানুষ হত্যার পাশাপাশি দেশের অর্থনীতিকেও পোড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এ নেতা৷

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দু’দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত৷তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা৷ তাই আগামী দুই দিনের মধ্যেই আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে৷ নইলে ১৬ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকার সাংবিধানিক ও প্রশাসনিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে৷ মনে রাখবেন, সরকারেরও ধৈর্যের একটি সীমা আছে৷সাবেক এ মন্ত্রী বলেন, বিশ্বের কোনো রাষ্ট্রে কেউ সহিংসতা করে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে পারেনি৷ তাই আপনিও (খালেদা জিয়া) পারবেন না৷খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আপনার আছে৷ তাই বলে নাশকতা করার অধিকার নেই৷ কোনো ধরনের চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে দাবি আদায় কার যাবে না৷

তিনি বলেন, অগণতান্ত্রিক ও সহিংস আন্দোলন বন্ধ করুন, না হলে সহিংসতা বন্ধ করতে প্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা ছাড়াও বিকল্প অনেক মাধ্যম আছে৷ যা এখনো ছোঁয়াও হয়নি৷ কতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ধৈর্য দেখাবেন তা সময়ই বলে দেবে৷

সংগঠনের সভাপতি ডা. এনামুল হক সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ৷