বিশ^কাপে পাকিস্তান দলকে নির্ভয়ে খেলতে পরামর্শ ইনজামামের

দৈনিকবার্তা- ঢাকা, ৩০ জানুয়ারি: আসন্ন বিশ^কাপে পাকিস্তানকে নির্ভিক ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন দলটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন এ মেগা ইভেন্টে পরাজয়ে ভীত না হয়ে খোলামনে এবং ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার জন্য পাক দলকে পরামর্শ সাবেক এ গ্রেট ব্যাটসম্যানের।লাহোরে এক অনুষ্ঠানে ইনজামাম বলেন, আমি অভিজ্ঞতা থেকে বলছি। ১৯৯২ বিশ^কাপে ছয় ম্যাচে পরাজিত হওয়া সত্ত্বেও ইমরান খান আমাদের আশাহত কিংবা ভেঙ্গে পড়তে দেননি। আমরা ইতিবাচক থেকেছি এবং শেষ পর্যন্ত বিস্ময়করভাবে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।

একজন উঠতি ব্যাটসম্যান হিসেবে ১৯৯২ বিশ^কাপ সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ইনজি বলেন, বর্তমান দলটিকেও তিনি নির্ভিক ক্রিকেট খেলার পরামর্শ দিচেছন।তিনি বলেন, এখনকার ক্রিকেট অনেক পরিবর্তন হয়েছে ও বোলারদের জন্য কঠিন হয়ে গেছে এবং এই বিভাগে কিছু সমস্যা আছে যা সমাধান করা দরকার। কিন্তু তারপরও আমাদের খেলোয়াড়দের প্রতি আমার পরামর্শ পরাজয়ে ভয় না পেতে এবং এমনকি কয়েকটি ম্যাচে পরাজিত হলেও ইতিবাচক থাকতে। ক্যারিয়ারে ১২০ টেস্ট ও ৩৭৮ ওয়ানডে ক্রিকেট খেলা অভিজ্ঞ ইনজামাম বলেন, ‘আমরা যদি ইতিবাচক থাকি এবং পরাজয়ের পর ভীত না হয়ে নির্ভয়ে খেলি তবে আমি নিশ্চিত যে এই দলটিও ১৯৯২ সালের মত অনেককে বিস্মিত করতে পারবে।