13721

দৈনিকবার্তা-সিলেট, ৩০ জানুয়ারি: সিলেটের বেসরকারি মেট্রোপলিটন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন শনিবার(৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে৷ বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে সংবাদ সম্মেলনে সমাবর্তন আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন আহমদ৷সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর মেন্দিবাগ সিলেট জেলা ক্রীড়া কমপে-ঙ্রে মাঠে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ সমাবর্তনে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ৷ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রবীন্দ্র অধ্যাপক ও আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. তপোধীর ভট্টাচার্য৷

উপাচার্য সালেহ উদ্দিন আহমদ বলেন, এ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে এক হাজার তিনশ ৮২ জন শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন৷ এর মধ্যে ৯শ’৩৮ জন ছাত্র এবং চারশ ৪৪ জন ছাত্রী৷ ২০১০ সালে অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে অংশ নেন চারশ ৮২ জন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী৷

তিনি জানান, অনুষ্ঠিতব্য সমাবর্তনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, পে-কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রাক্তন সদস্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামসহ আরো অনেক শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতা উপস্থিত থাকবেন৷

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকদের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার কার্যক্রম চলছে৷

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৩ সালে মাত্র ১৭ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করেছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি৷ এক দশকের কিছু বেশি সময়ের ব্যবধানে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৬’শ শিক্ষার্থী পড়ালেখা করছে৷ এখানে ৭৪ জন পূর্ণকালীন ও ১৭ জন খণ্ডকালীন শিক্ষক রয়েছেন৷

এছাড়া বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে চারটি স্কুলের অন্তর্গত ছয়টি বিভাগ রয়েছে৷ স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকেট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ; স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনোমিকস্ এর অধীনে রয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইকনোমিকস্ বিভাগ; স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোসাল সায়েন্সের অধীনে রয়েছে ইংরেজি বিভাগ এবং স্কুল অব ল’র অধীনে অ্যান্ড জাস্টিস বিভাগ৷