স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জানুয়ারি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদু্যত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড- ডেসকোর এখতিয়ারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ শনিবার রাজধানীতে অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন৷বিদু্যত্‍ সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে তার কিছু জানা নাই এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যুতের সংযোগ দেয় ডেসকো, নিশ্চয় তাদের কাছে কোনো কারণ আছে, আমার এখানে কিছু বলার নেই৷

এসএসসি পরীক্ষার সময় সর্বোচ্চ নিরাপত্তা দিবে সরকার বলে জানিয়ে মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা এটা বন্ধ হোক এটা কেউ চায় না৷ এখানে ১৫ লাখ ছেলেমেয়ের ভবিষ্যত এবং এই পরীক্ষাটাই তাদের বাকি জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাড়াবে৷ তারা কি পড়বে এই ফলাফলের ওপর নিভর্র করে৷ এখানে বাধাপ্রাপ্ত হোক কেউ তা চায় না, আমরাও চাই না৷ এই জায়গায় আমরা যেকোনো মূল্যো তা টওতিহত করবো৷অবরোধ-হরতাল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ২০ দলের কর্মসূচি জনগণ সমর্থন করে না, শিক্ষা ও ধর্মের বিরুদ্ধে কারো রাজনীতি করার অধিকার নেই৷

প্রসঙ্গত, বিদু্যত্‍ সংযোগের পর এবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কেবল টিভি ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে৷ কার্যালয়ের ২০০ মিটারের মধ্যে পাওয়া যাচ্ছে না মোবাইল নেটওয়ার্ক৷শনিবার খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির এ খবর নিশ্চিত করেছেন৷শাইরুল কবির জানান, ভোর রাতে বিদু্যতের সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে জেনারেটরের মাধ্যমে সাময়িকভাবে বিকল্প বিদু্যতের ব্যবস্থা করা হয়৷ তবে পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি৷ বেলা ১১টার দিকে প্রায় ৫০টির মতো ফিল্টার পানির জার এবং দুপুর পৌনে ১২টার দিকে বড় দুটি ড্রামে করে জ্বালানি তেল বিকল্প গেট দিয়ে ওই কার্যালয়ে নিয়ে যেতে দেখা গেছে৷ খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ১০-১২ জন পুলিশ রয়েছে৷ তবে সাদা পোশাকে ওই কার্যালয়ের আশপাশের এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল দিচ্ছেন৷

শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ওই কার্যালয়ের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়৷ বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ডেসকোর এক লাইনম্যান এসে গুলশান কার্যালয়ের বিদু্যতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন৷ এ সময় তাঁর সঙ্গে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ছিলেন৷

খালেদার কার্যালয়ে বিদু্যত্‍ নেই, পানি আছে দিদারের ভাষ্য, কার্যালয়ের বিদ্যুত্‍সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে ডেসকোর ওই লাইনম্যান বলেন, আমরা কিছু জানি না৷ থানার নির্দেশে বিদু্যত্‍ সংযোগ বিচ্ছিন্ন করতে এসেছি৷ যোগাযোগ করা হলে গুলশান থানার কর্তব্যরত এক কর্মকর্তা দাবি করেন, তিনি বিষয়টি জানেন না৷