MIZAN-19

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জানুয়ারি: খালেদা জিয়ার বাড়ির বিদু্যত্‍ সংযোগ বন্ধ করে দেয়ার দায় দায়িত্ব সরকারের নয় শ্রমিকদের বলে মনত্মব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান৷ শনিবার বেলা ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাসত্মি এলাকায় চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন ও ড. মোজাম্মেল হক খান সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে নৌ -মন্ত্রী আরো বলেন, বিদুত্‍ লাইন সরকারও কাটেনি ডেসাও কাটেনি; বিদ্যুত্‍ লাইন কাটছে আমরা যারা শ্রমিক কর্মচারী আছি যারা ক্ষতিগ্রস্থ হচ্ছি বাসের ড্রাইভার হেলপার মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, গরীব মানুষ মারা যাচ্ছে৷

এর হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে৷ রৰা পেতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা খালেদা জিয়াকে বলেছি৷ অনুনয় বিনয় করেছি তিনি শোনেননি৷ ওই কথা না শোনার কারেন আমাদের শ্রমিক কর্মচারীরা বিৰুব্ধ হয়ে বিদু্যত্‍ লাইন কেটেছে৷ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান আরো বলেছেন, শ্রমিক কর্মচারীরা যেমন বিদু্যতে আছে, পানিতে আছে,টেলিফোনে আছে, গ্যাসে আছে, সবৰেত্রেই তো শ্রমিক কর্মচারীরা আছে৷ সুতরাং এর দায় দায়িত্ব শ্রমিকদের, শ্রমিক কর্মচারী যারা তাদের, এর দায় দায়িত্ব আমরাই নিচ্ছি৷ সরকারের কোন দায় দায়িত্ব না, ডিপার্টমেন্টের যারা প্রধান তাদেরও না৷

সুতরাং আমরা যে কাজটি এখন করতে চাই সেটা হলো খালেদা জিয়ার যদি তার পড়েও চৈতন্যতা না হয় তাহলে তার বাড়ির চারপাশে পোড়া গাড়ী এবং যারা আহত নিহতদের পরিবার বর্গ নিয়ে আমরা অবস্থান করব৷ যতৰন প্রর্যনত্ম অবরোধ প্রত্যাহার না করবেন ৷ ততৰন পর্যনত্ম তার বাড়ির সামনে অবস্থান ধর্মঘট হবে এবং একই সঙ্গে সকল ধরনের খাওয়া দাওয়া ইত্যাদি সরবারহও দরকার হলে আমরা বন্ধ করে দেব৷
বিদু্যত্‍ সংযোগ বন্ধের দুইদিনে আলটিমেটাম প্রসঙ্গে নৌ- মন্ত্রী আরো বলেন, আমরা দুইদিনের নয় যেকোন মুহুর্তে আমাদের কার্যক্রম শুরম্ন করব বলেছি৷ আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই সমস্যার সমাধন হবে বলেও তিনি জানান৷ এসময় উপস্থি ছিলেন স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হোসেন খান, মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফর উলস্নাহ, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ৷