rizvi_213420

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জানুয়ারি: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিরাপত্তার কারণে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে৷ রোববার আদালতে তাকে হাজির করা হবে বলে জানা গেছে৷এর আগে রিজভী আহমেদকে রাজধানীর বাড্ডা থানায় হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)৷শুক্রবার রাত পৌনে ৩ টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)৷ র্যাব গণমাধ্যম শাখা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে৷

র্যাবের কাছ থেকে পাওয়ার পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে৷শনিবার ভোররাতে বিএনপির যুগ্মমহাসচিবকে ঢাকার বারিধারার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল র্যাব৷বিকাল ৪টার দিকে র্যাব তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে৷ আধা ঘন্টা পর তাকে নিয়ে যাওয়া হয় রমনায় ডিবি পুলিশের কার্যালয়ে৷

বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, সার্বিক নিরাপত্তার প্রয়োজনে তাকে (রিজভী) গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে৷ বোববার তাকে আদালতে নেওয়া হবে৷জমির উদ্দিনের নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি জানান৷

অনাবিল পরিবহনের একটি গাড়ি পোড়ানোর এই মামলায় মোট ২৮ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে বিএনপির যুগ্মমহাসচিব অন্যতম৷বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে গত সোমবার বাড্ডা-গুলশান সংযোগ সড়কে বাসটিতে আগুন দেওয়া হয় বলে বাড্ডা থানার এসআই হুমায়ুন কবির জানিয়েছেন৷

কিছু দিন ধরে অজ্ঞাত স্থান থেকে রিজভী নিয়মিত বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের ঘোষণা দিয়ে আসছিলেন৷ সর্বশেষ শুক্রবার বিকাল ৫টায় দলের পক্ষে এক বিবৃতিতে অবরোধের পাশাপাশি সারাদেশে রোববার থেকে টানা তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি৷দশম সংসদ নির্বাচনের বর্ষপূতির্র কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে গত ৩ জানুয়ারি রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘অসুস্থ’ হয়ে পড়লে পুলিশ তুলে নিয়ে রিজভীকে হাসপাতালে ভর্তি করে৷

তার চার দিনের মাথায় গভীর রাতে সেখান থেকে চুপিসারে বেরিয়ে যান রিজভী৷ এর পর থেকেই গোপন স্থান ওেথকে বিবৃতির মাধ্যমে দলের কর্মসূচি ঘোষণা করে আসছিলেন তিনি৷

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা গত ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধের ঘোষণা দেন৷এর মধ্যে প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন স্থানে হরতালও ডাকছে বিএনপি জোট৷এসব কর্মসূচিতে নাশকতায় মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের, যাদের বেশিরভাগেই গাড়িতে আগুনে পুড়ে মারা গেছেন৷

বিএনপি চেয়ারপারসনের কার্যালয় উড়িয়ে দেয়া ও খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকির প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৭২ ঘন্টা হরতাল ঘোষণা করে ২০ দল৷ শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল ঘোষণা করা হয়৷

এর আগে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী লাগাতার অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএনপি৷

ডববৃতিতে রিজভী বলেন, শিক্ষাসহ দেশের চলমান সংকটের দায় সরকারকেই নিতে হবে৷ ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে সরকার দেশে অচলাবস্থার সৃষ্টি করেছে৷তিনি বলেন, শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে আইন, মানবতা, জনমত, শিষ্টাচার, দেশের বিশিষ্টজনদের পরামর্শ, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ কোনো কিছুই পরোয়া করছেন না৷ প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা শুধুই দমন করো বিচার হবে এ বুলিগুলোই বলে যাচ্ছেন৷ আর এই ধরো-মারোর ঘোষণায় দেশকে পরিণত করা হয়েছে রক্তাক্ত প্রান্তরে৷

তিনি আরো বলেন, এখন গণতন্ত্রের ভাগ্য চরম দুর্যোগের মুখে, মানুষের মানবিক মর্যাদা ভুলুন্ঠিত, সার্বভৌম ক্ষমতাকে আত্মসাত্‍ করে জনগণকেই করা হয়েছে অপমানিত৷ মানুষের ব্যক্তি স্বাধীনতা ক্ষমতাসীনদের অধীন করা হয়েছে৷ একদলীয় রাষ্ট্র ব্যবস্থার বাকশাল পদ্ধতি আবার অবিকলভাবে ফিরিয়ে আনা হয়েছে৷ সুতরাং দুঃশাসনের অবসানের মধ্য দিয়েই কেবলমাত্র বর্তমান অবরুদ্ধ জনগোষ্ঠীর মুক্তি সম্ভব, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রগতি সম্ভব৷

এসএসসি পরীক্ষা ও আন্দোলন নিয়ে সমন্বয় কমিটি সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলা খানের এমন বক্তব্যের পরদিন শুক্রবার অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়৷