Prachir Vangar Nesha By Jubair Ahmad Nobin

দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: অমর একুশে গ্রন্থমেলা-২০১৫ এর প্রথম দিন রোববার মহাকাল প্রকাশনীর স্টলে (স্টল নং ১৯৫) এসেছে সাংবাদিক জোবায়ের আহমেদ নবীনের কাব্যগ্রন্থ ‘প্রাচীর ভাঙ্গার নেশা’। গুপু ত্রিবেদীর আঁকা প্রচ্ছদে চার ফর্মার এ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে মহাকাল প্রকাশনী। এর বিনিময় মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রকাশক মো. মনিরুজ্জামান। ‘প্রাচীর ভাঙ্গার নেশা’ কাব্যগ্রন্থটি সম্পর্কে প্রকাশক মনিরুজ্জামান বলেন, ‘জোবায়ের আহমেদ নবীন প্রায় একযুগ ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত, সেই সঙ্গে লেখালেখিও করছেন। তার পাণ্ডুলিপি পড়ার পরে আমার মনে হয়েছে অসাধারণ জীবনবোধ আর ভালোবাসার গল্পে ভরা এ বইটি পাঠক সমাদৃত হবে।’

এ সম্পর্কে জোবায়ের আহমেদ নবীন বলেন, ‘এর আগে ২০০৪ সালে একুশে বইমেলায় যৌথভাবে একটি কবিতার বই বের হয়েছে। তবে এককভাবে এটাই প্রথম। তাই অনুভূতিটা একটু অন্যরকম।’ আসলে কবিরা চিরকালই সুন্দরের পূজারি, তবে সে সৌন্দর্য দৈহিক গড়নে নয়, অন্তরাÍায়। হদয় গহীনে লুকানো ভালোবাসার সুপ্ত আলো খুঁজে বের করার মাঝেই তাদের আনন্দ।’ তিনি বলেন, ‘কবিতারা আনন্দের হয়, কষ্টেরও হয়, আবার সেই সব কষ্টের মাঝে সুখবোধও জেগে ওঠে, তখন অশান্ত হƒদয় মেতে ওঠে প্রাচীর ভাঙ্গার নেশায়।’

উল্লেখ্য, স্বভাবসুলভ কবি জোবায়ের আহমেদ নবীনের জš§ ১ মার্চ ঢাকায়। বেড়ে উঠেছেন পুরান ঢাকার চকবাজারে। পৈত্রিক নিবাস বিক্রমপুরের গাওদিয়া গ্রামে। লেখাপড়া করেছেন বিবিএস অনার্স (মার্কেটিং), এমবিএস (মার্কেটিং), এমবিএ (ফিন্যান্স)। পেশায় সাংবাদিক। দৈনিক মানবকণ্ঠে জ্যেষ্ঠ সহ-সম্পাদক পদে কর্মরত আছেন। নিজের সম্পাদনা ও প্রকাশনায় টানা আট বছর বের করেছেন, নবীনসূর্য ও নবযুগ নামে দুইটি সাহিত্য পত্রিকা। ২০০৪ সালের একুশে বই মেলায় ‘চোখের জলে লেখা’ নামে তার একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

‘প্রাচীর ভাঙ্গার নেশা’ সম্পর্কে আরো তথ্য:
কবি: জোবায়ের আহমেদ নবীন
প্রকাশক: মো. মনিরুজ্জামান
প্রকাশনী: মহাকাল, স্টল নং: ১৯৫
৪ ফর্মার বইটির বিনিময় মূল্য: ১৫০ টাকা।