Asadujjaman-khan_01_newsnextbd

দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: আদালত নির্দেশ দিলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷হুকুমের আসামি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারে আমাদের উদ্যোগ থাকার কথা নয়, তবে আদালত থেকে গ্রেফতারের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,এরইমধ্যে বেশ কিছু নাশকতাকারীকেগ্রেপ্তার করায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেরচেয়ে উন্নতহয়েছে৷গ্রেপ্তারকারীদেরস্বীকারোক্তি নিয়ে আরো সন্ত্রাসীদেরগ্রেপ্তার করা হচ্ছে৷এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত বলেও জানান আসাদুজ্জামান খান কামাল৷

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও মাসব্যাপী একুশে বইমেলা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ বৈঠকের পর খালেদা জিয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার কাছে দেশ-জনগণ এবং ইসলাম ধর্ম কোনোটাই মুখ্য নয়৷ এসএসসি পরীক্ষার সময় ৭২ ঘন্টার হরতাল ডেকেছে তা আপনারা দেখেছেন৷

পরীক্ষা নির্বিঘ্ন করতে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী যেভাবে পরীক্ষা নেবেন, আইন-শৃঙ্খলা বাহিনী সেই মোতাবেক ব্যবস্থা নেবে৷ আমি মনে করি ক্রমান্বয়ে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে৷ পরীক্ষা সুষ্ঠুভাবেই হবে, যোগ করেন প্রতিমন্ত্রী৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যদি তারা (২০ দল) পরীক্ষায় বাধা না দেয়, শিক্ষার্থীরা তাদের শিকার না হয়, সেভাবেই র্যাব-পুলিশ বিজিবি নিয়োজিত থাকবে৷ বইমেলার নিরাপত্তায় নির্দিষ্ট গেট করে দেওয়া হবে৷ এছাড়া অন্য কোনো গেট দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না৷ আর তাছাড়া সিসি ক্যামেরা থাকবে৷বইমেলার আয়োজকদেরও সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী৷