1420352476

দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত্‍ নষ্ট ও মনস্তাত্তি্বকভাবে ভয় সৃষ্টি করতেই বর্তমানে দেশে এ নাশকতা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া৷

রাজনৈতিককর্মসূচির নামের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের আশ্রয়দাতা,অর্থদাতা ও নিদের্শদাতাদের তথ্য রয়েছে, শিগগিরি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া৷এসময় তিনি আরো বলেন, নাশকতার সঙ্গে যারাই জড়িত হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে৷

রোববার সকালে মতিঝিল বলাকা চত্বর এলাকায় নাশকতাকারীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ ও এক পথসভায় তিনি একথা বলেন৷তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রভিত্তিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি৷

প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ,র্যাব, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে৷এছাড়া উল্লেখ্যযোগ্য সড়কগুলোতে ক্রস পেট্রলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছ৷তিনি বলেন, ঢাকা মেট্রপলিটন এলাকায় গাড়িতে অগি্নসংযোগ ও ভাঙচুর ঘটালে হাতেনাতে কোনো অপরাধীকে গ্রেপ্তারে সহায়তাকারিকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে৷

পরে ডিএমপির পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়৷এসময় ডিএমপি’র জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানসহ ঊধর্্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷