mojib.jpgj

দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি ট্রেনের যাত্রী ও পণ্য পরিবহণ নির্বিঘ্ন ও নিরপত্তা নিশ্চিত করতে সকল পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বসত্মরের জনগণকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন৷ দেশের জাতীয় সম্পদ রেলওয়েকে রক্ষায় প্রত্যেক রেল স্টেশন এলাকায় সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে নিরপত্তামূলক কমিটি গঠন করার উদ্যোগ নেয়া হবে এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, নাশকতাকারীদের সঠিক তথ্য দিয়ে ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে ৷

রোববার দুপুরে রাজধানীর রেলভবনে আনত্মঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান মুজিবুল হক বলেন, রাষ্ট্রীয় সম্পদ বাংলাদেশ রেলওয়ে দুর্বৃত্তদের হামলা, পাথর নিক্ষেপ ও নাশকতার শিকার হচ্ছে৷ এছাড়া তথ্য প্রমাণসহ নাশকতার পরিকল্পনাকারীদের ধরিয়ে দিলে তথ্য দাতাদের পুরস্কৃত করবে রেলওয়ে৷

রেলমন্ত্রী বলেন, যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে রেলওয়ে কাজ করে যাচ্ছে৷ এছাড়া তেল, সার,কনটেইনার ও পণ্যবাহী ট্রেন যেন নির্বিঘ্নে চলাচল করে সে লক্ষ্যে কার্যকরী সকল পদক্ষেপ নেয়া হচ্ছে৷

রেলপথ মন্ত্রী আরো বলেন, রেলে চোরাগোপ্তা হামলা ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্কতায় রেল পুলিশের পাশাপাশি সকল পর্যায়ের নিরাপত্তা বাহিনীকে সম্পৃক্ত করেছি৷তিনি বলেন, ইতোমধ্যে আরো আনসার, পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদেরও নিরাপত্তার কাজে নিয়োজিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হয়েছে৷তিনি নাশকতারোধে পদক্ষেপ নিতে নিম্ন্ক্তে টেলিফোন নম্বরে পুলিশ হেডকোয়াটার্স কন্ট্রোল রুম-০১৭৬৯৬৯০০৩৩, জিআরপি কন্ট্রোল রুম-০১৭৮৫৯০৩৭১২, ডিভিশনাল রেলওয়ে কন্ট্রোল রুম ঢাকা-০১৭১১৬৯১৫৬৪, চট্টগ্রাম-০১৭১১৬৯১৬৩৫, পাকশী-০১৭১১৬৯১৬২১, লালমনিরহাট-০১৭১১৬৯১৬০৪ যোগাযোগ করার জন্য আহবান জানান৷

রেলপথ মন্ত্রী বলেন, ১৮৯০ সালে আইনের ১২৭ নং ধারা অনুযায়ী ট্রেনে পাথর নিক্ষেপ করলে ১০ বছর কারাদন্ড দেয়ার বিধান রয়েছে৷তিনি বলেন, রেলওয়ের যাত্রী সেবার মান বাড়াতে ভারত থেকে ১২০ টি এবং ইন্দোনেশিয়া থেকে আরো ১৫০ টি রেলবগী আমদানি করা হবে৷ এতে যাত্রী পরিবহণের অনেক সমস্যার সমাধান হবে৷

ব্রিফিংকালে রেলওয়ের মুনসুর আলী সিকদার ,মহাপরিচালক মো আমজাদ হোসেন ও মহাব্যবস্থাপক মোজাম্মেল হকসহ উধর্্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷