31TH_NASA_1347885f

দৈনিকবার্তা-লস অ্যাঞ্জেলেস, ০১ ফেব্রুয়ারি : মার্কিন মহাকাশ সংস্থা নাসা শনিবার নতুন একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটি উচ্চ রেজোল্যুশন সম্পন্ন ছবি পাঠাবে যা দিয়ে বিজ্ঞানীরা মাটির আর্দ্রতা পরিমাপ করতে পারবেন। আর এর মধ্যদিয়ে আবহাওয়ার পূর্ব ঘোষণা দেয়ার প্রক্রিয়া আরো উন্নত করা সম্ভব হবে। ইউএস স্পেস এজেন্সি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ২২ মিনিটে ক্যালিফোর্নিয়ার বিমান বাহিনীর ভেন্ডেনবার্গ ঘাঁটি থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

স্যাটেলাইটটি উচ্চ রেজোল্যুশন সম্পন্ন যেসব ছবি পাঠাবে সেসব দিয়ে বিরূপ আবহাওয়া যেমন খরা কিংবা ঝড়ের খবর আগের চেয়ে বেশি করে জানা যাবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয়া সম্ভব হবে। এছাড়া বৈশ্বিক উষ্ণতার কারণে শস্য ও বন কিভাবে পরিবর্তিত হয়ে যাবে এসব ছবি বিশেষজ্ঞদের তারও আগাম ধারণা দেবে।