Mozammal_373921408

দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এসএসসি সমমান পরীক্ষা বানচালের জন্যই বিএনপিচেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হরতাল ডেকেছেন৷

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সামবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ এসএসসি ও সমমান পরীক্ষার আগে বিএনপির ডাকা অবৈদ্ধ হরতাল-অবরোধের প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে৷সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সংগঠনের সভাপতি জিনাত আলী জিন্নাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরম্নন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন৷

মোজাম্মেল হক বলেন, বেগম খালেদা জিয়ার ছেলের স্বাভাবিক মৃতু্য হয়েছে৷ অনেকে তার সাথে দেখা করে ছেলে হারানোর শোক প্রকাশ করতে গিয়েছিলেন৷ কিন্তু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এতো ছেলের মায়েরা আর্তনাদ করছে৷ কই তাদের তো কেউ সানত্মনা দিতে যায় না৷তিনি বলেন, পাকিসত্মানের মতো দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে৷ আর খালেদা জিয়া মনে প্রাণে পাকিসত্মানে বিশ্বাসী ছিলেন৷ এজন্যই তার মনে এত কষ্ট৷ এদেশে পাকিসত্মানি শাসন ফিরিয়ে আনতেই মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসতে চায় খালেদা জিয়া৷

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে কেউ ক্ষমতায় আসতে পারেনি, আপনিও পারবেন না৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হচ্ছে৷ এই অগ্রযাত্রা কেউ দমাতে পারবে না৷ছেলেমেয়েরা রাসত্মায় নেমে পরীক্ষার সময় হরতাল না দেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু খালেদা জিয়া কর্ণপাত করেননি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার লোভে পরীক্ষার সময় উদ্দেশ্য মূলক ভাবে ৭২ ঘন্টার হরতাল ডেকেছেন৷ আসলে খালেদা চান না বাংলার কোনো ছেলেমেয়ে এসএসসি পরীক্ষা দিক৷

খালেদার মধ্যে পুত্রশোক নেই মনত্মব্য করে তিনি বলেন, তার ছেলে আরাফাত রহমান যেদিন মারা গেল, যেদিন দাফন করা হল, সেদিনও তিনি অবরোধ প্রত্যাহার না করে মানুষ হত্যা অব্যাহত রেখেছেন৷ এতে বুঝা যায়, তার মধ্যে পুত্রশোকের চেয়ে ক্ষমতায় যাওয়ার লোভ বেশি৷