Ershad

দৈনিকবার্তা-ঢাকা, ২ ফেব্রুয়ারি: দেশ পরিচালনায় নেতৃত্বের পরিবর্তন চায় মানুষ উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বলেন,সরকার মানুষের নিরাপত্তা, এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষায় নিরাপত্তা বিধানসহ সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ দেশে বর্তমানে অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে৷ এই অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করে টেকা কঠিন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ৷ সোমবার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে নরসিংদীর বিভিন্ন দলের নেতাকর্মীদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷সাধারণ মানুষ জ্বলে-পুড়ে শেষ হয়ে যাক এতে সরকারের কিছুই যায় আসে না এমন মন্তব্য করে এরশাদ আরো বলেন, ক্ষমতায় টিকে থাকতে পারলেই যেন চলবে সরকারের এটা কোনো গণতন্ত্র হতে পারে না৷

এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়া ও টেকা নিয়েই যতো হানাহানি চলছে৷ এর প্রেক্ষিতে পুড়ছে মানুষ, জ্বলছে দেশ৷ কিন্তু জাতীয় পার্টি এ অপরাজনীতিতে বিশ্বাস করে না৷ দেশের মানুষ হানাহানি থেকে মুক্তি চায়৷ তাই এখন জাতীয় পাটির্র সামনে ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে৷ এ সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতায় যেতে হবে বলেও মন্তব্য করেন এরশাদ৷

এসএসসি পরীক্ষা সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন,এসএসসি পরীক্ষার্থীরা দেশের ভবিষ্যত্‍৷ তাদেরকে নিরাপদে পরীক্ষা দিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে৷ নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্যবসায়ী-সমাজসেবক আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা মো.মফিজুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠানে এরশাদের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন৷জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়৷