khaleda zia_20115

দৈনিকবার্তা-ঢাকা, ২ ফেব্রুয়ারি: সারা দেশে হরতাল-অবরোধে চলাকালে সহিংস ঘটনায় অগি্নদগ্ধ হয়ে ৪২ জন মৃতু্যর ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ মামলার অপর আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চেীধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ৷

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দায়ের করা হত্যা মামলার শুনানি শেষ হয়েছে৷ মামলাটির ঘটনার বিষয়ে তদন্ত করে রাজধানীর গুলশান থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত৷খালেদাকে হুকুমের আসামি করে তৃতীয় এ হত্যা মামলায় তার সঙ্গে আসামি করা হয়েছে বিএনপির আরো তিন নেতাকে৷জননেত্রী পরিষদ সভাপতি এবি সিদ্দিকী সোমবার সকাল ১০টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন৷ তিনি আসামিদের সরাসরি গ্রেফতার করতে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন জানান৷

বেলা ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করেন৷ শুনানি শেষে মামলাটির ঘটনার বিষয়ে তদন্ত করে রাজধানীর গুলশান থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত৷ গত ৫ জানুয়ারি থেকে চলমান বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে এ পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে এ মামলা হয়৷বাদীপক্ষের আইনজীবী রওশন আরা সিকদার ডেইজি বলেন, দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে৷এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল ছুঁড়ে মানুষ মারা ও কুমিল্লায় পেট্রোল বোমার অপর এক ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়৷

সোমবার জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে এ নালিশি মামলাটি করেন৷ মহানগর হাকিম আতিকুর রহমান বাদীর জবানবন্দি নিয়ে গুলশান থানার পুলিশকে ঘটনার তদন্ত করে টওতিবেদন দাখিলের নির্দেশ দেন৷মামলায় অভিযোগ করা হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন৷ এ কর্মসূচি ঘোষণার পর কয়েক দফায় হরতালের আহ্বান করেন৷ এর পর থেকে আজ পর্যন্ত হরতাল-অবরোধের সহিংসতায় অগি্নদগ্ধ হয়ে ৪২ জন মারা যান৷ গাড়ি ভাঙচুর, যাত্রীবাহী গাড়িতে পেট্রলবোমা মেরে জানমালের ক্ষয়ক্ষতিসহ সরকারের কোটি কোটি টাকার ক্ষতি করা হয়েছে৷আদালতে আইনজীবী বেগম রওশন আরা বাদীপক্ষের মামলা পরিচালনা করেন৷মামলার বাদী আসামিদেরকে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করার জন্য আদালতের কাছে প্রার্থনা জানিয়েছেন৷এর আগে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল ছুঁড়ে মানুষ মারা ও কুমিল্লায় পেট্রোল বোমার অপর এক ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়৷