image-5_213447

দৈনিকবার্তা-ঢাকা, ২ ফেব্রুয়ারি: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের সব দরজা বন্ধ করে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্যবস্থা রুদ্ধ করে সরকার উগ্র পন্থাকেই উত্‍সাহিত করছে৷ফলে অবরুদ্ধ গণতন্ত্র বিলুপ্তপ্রায়৷গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলে সরকারকেই তার দায় নিতে হবে৷

সোমবার বিকেলে এক বিবৃতিতে সালাহ উদ্দিন এসব কথা বলেন৷সালাহ উদ্দিন বলেন,পৈশাচিক গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন আর বেশি দূরে নয়৷ নির্বিচারে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা করার আদেশ দান করে তিনি সেই দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন৷

বিবৃতিতে দাবি করা হয়,যৌথ বাহিনীর অভিযানের নামে সরকার মধ্যরাতের নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালাতে দলীয়করণকৃত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রণসজ্জায় সজ্জিত করে শহর, বন্দর, গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলকে ভয়াল জনপদে পরিণত করেছে৷ রাজধানীর শাহ আলী থানার শিবির নেতা এমদাদ উল্লাহকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে ক্রসফায়ারের আষাঢ়ে গল্প সাজানো হয়েছে৷ তিনি এই হত্যাকাণ্ডের নিন্দা জানান৷

সালাহ উদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সারা দেশে যেসব বিরোধীদলীয় নেতা-কর্মীকে এভাবে হত্যা করা হয়েছে সেসব হত্যাকাণ্ডের জন্য ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে৷ তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং তাঁর মুক্তি দাবি করেন৷

যৌথ বাহিনীর অভিযানের নামে সরকার মধ্যরাতে নিষ্ঠুর হত্যাযজ্ঞ পরিচালনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলকে সরকার ভয়াল জনপদে পরিণতে করেছে বলে অভিযোগ করেছে বিএনপি৷বলেছে,এই পৈশাচিক গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন আর বেশি দূরে নয়৷

তিনি বলেন, সরকার দলীয়করণকৃত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রণসজ্জায় সজ্জিত করে শহর, বন্দর, গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলকে ভয়াল জনপদে পরিণত করেছে৷ সরকারী পেটোয়া বাহিনীর শত সহস্র বুলেটের আঘাতে অত্‍স্র আন্দোলনকারী রাজপথে প্রতিনিয়ত প্রাণ বিসর্জন দিচ্ছে অকাতরে৷ গ্রেপ্তার বরণ করছে আন্দোলনকারী অসংখ্য নেতাকর্মীসহ নিরীহ জনগণ৷

তিনি আরো বলেন, পৈশাচিক গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে৷ নির্বিচারে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করার আদেশ দিয়ে তিনি সেই দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন৷ তার দলের নেতামন্ত্রীরা মিছিলকারীদেও কোন কোন অঙ্গে কীভাবে গুলি করতে হবে তার নির্দেশনাও দিয়ে যাচ্ছেন৷

বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে এবং বিদ্যুত্‍, গ্যাস ও পানির সরবরাহ বন্ধ রেখে, খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে, টেলিফোন, ফ্যাঙ্, ব্রডব্যান্ড, ইন্টারনেট সংযোগ কর্তন করে বর্বর ও পৈশাচিক কায়দায় জনগণের ন্যায্য আন্দোলন দমানোর অপচেষ্টা বুমেরাং হতে বাধ্য বলেও হুঁশিয়ার করে দেন সালাহ উদ্দিন৷শিবির নেতা, এমদাদ উল্লাহ, ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি, মতিয়ার রহমান, শিবির নেতা আসাদুজ্জামান তুহীন, জামায়াত নেতা এমরুল কায়েসসহ সারাদেশে যেসব বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে সেসব হত্যাকাণ্ডের জন্য ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে বলেও উল্লেখ করেন তিনি৷