Thakurgaon_SSC_Candidate_Bikkhov_Pic-3

দৈনিকবার্তা-নীলফামারী, ২ ফেব্রুয়ারি: নীলফামারীর ডিমলায় গতকাল রোববার দুপুর এসএসসিসহ সমমান পরীক্ষা শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় দাবীতে ছাত্র কল্যান পরিষদের উদ্দ্যেগে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে। আসন্ন এসএসসি পরীক্ষা হরতাল অবরোধ আওতামুক্ত ও প্রত্যাহারের দাবীতে উপজেলা স্মৃতি অম্লানে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। তাদের দেয়া স্বারকলিপিতে পরীক্ষার্থীরা আসন্ন এসএসসি পরীক্ষায় যেন সুষ্ঠ ও সু-শৃংখলভাবে অংশগ্রহন করতে পারে সে লক্ষ্যে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ছাত্রনেতা রংপুরস্থ ডিমলা ছাত্র কল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু সায়েম সরকার, ডিমলা উপজেলার ছাত্রলীগের সাবেক সম্পাদক ফেরদৌস পাভেজজ, উত্তম কুমার রায়, ইরফান আহম্মেদ মিঠু, সাইয়েন কাদীর কানন, কলেজ ছাত্র সংগঠনের নেতা আব্দুর রশিদ লেবু, আবু তাহের, আমিনুর রহমান, নুরন্নবী ও শিক্ষক সমিতির পক্ষে সারোয়ার জাহান সোহাগ প্রমুখ।

এদিকে, নীলফামারী ডিমলায় রোববার বিকালে উপজেলা পরিষদ হলরুমে ৮টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন জরুরী সভা করেছে। এ সময় ইউপি চেয়ারম্যান, কেন্দ্র সচিব, প্রতিষ্ঠান প্রধানগন, পুলিশ, আনছার কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। ডিমলায় ৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২হাজার ২৮২জন, ২টি দাখিল কেন্দ্রে ৬০১জন ও ২টি ভোকেশনাল কেন্দ্রে ৩২৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সভাপতিত্বে এত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী, আনছার ভিডিবি কর্মকর্তা আবুল হাসনাত মোঃ লতিফুল আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান প্রমূখ।