051

দৈনিকবার্তা-ঢাকা, ২ ফেব্রুয়ারি: নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের ১৮৩ সমর্থককে মৃতু্যদণ্ডের আদেশ দিয়েছে মিশরের একটি আদালত৷ পুলিশ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার তাদের এ দণ্ড দেয়া হয়৷

গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমাতচু্যত করে দেশটির সেনাবাহিনী৷ এর নেতৃত্ব দেন ওই সময়ের সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ সিসি৷ এ ঘটনায় পুরো মিশরজুড়ে বিক্ষোভ করে মুসলিম ব্রাদারহুড সমর্থকরা৷ বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ে মুরসি সমর্থকরা৷ ওই বছর আগস্টে কারদাসা শহরে মুরসিপন্থিদের সঙ্গে সংঘর্ষে ১৬ পুলিশ সদস্য নিহত হয়৷ এ ঘটনায় ব্যাপক ধরপাকড় করা হয় মুরসি সমর্থকদের৷

সোমবার পুলিশ হত্যায় দায়ের করা মামলায় মিশরের একটি আদালত ব্রাদারহুডের ১৮৩ জনকে মৃতু্যদণ্ড দেয়৷ এদের মধ্যে ৩৪ জন আদালতে হাজির ছিল না৷ জেনারেল সিসি ক্ষমতা গ্রহণের পর মুসলিম ব্রাদারহুডকে দেশের নিরাপত্তার হুমকি বলে ঘোষণা করেন৷ এ পর্যন্ত বিভিন্ন মামলায় ব্রাদারহুডের শতাধিক নেতাকর্মীর মৃতু্যদণ্ড ঘোষণা করা হয়েছে৷ তবে তাদের কারো দণ্ড এখনও কার্যকর হয়নি৷