89ad5430f86f8362416528fb55b89030_XL

দৈনিকবার্তা- ঢাকা, ৩ ফেব্রুয়ারি: অনুশীলন ম্যাচে স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ৷ মঙ্গলবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত এ্যালান বোর্ডার মাঠে অনুষ্ঠিত আন অফিসিয়াল অনুশীলন ম্যাচে টসের বিপরীতে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪৫.৪ ওভারেই সবক’টি উইকেট হারিয়ে বসে৷ এর বিপরীতে তারা সংগ্রহ করে ২৩১ রান৷ বাংলাদেশের হয়ে মোমিনুল হক সর্বাধিক ৫২ রান সংগ্রহ করেন৷ তিনি অবশ্য রিটায়ার্ড আউট হয়েই মাঠ ছেড়েছেন৷ এছাড়া অলরাউন্ডার মাহমুদুল্লাহ ৪২ ও সৌম্য সরকার ৩৩ রান সংগ্রহ করেন৷ টেল এন্ডার সাবি্বর রহমান সংগ্রহ করেন ৩১ রান৷

তবে বাংলাদেশ দলের হেভিওয়েট ক্রিকেট তারকা, তিন ফর্মেটের ক্রিকেটেই বিশ্বসেরা অলরাউন্ডারের আসনে অধিষ্ঠিত সাকিব আল হাসান অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি৷ সংগ্রহ করেছেন মাত্র ১৪ রান৷ সুবিধা করতে পরেননি উইকেট রৰক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও৷ তিনি সংগ্রহ করেছেন ১৯ রান৷ স্বাগতিক অস্ট্রেলিয়ার হয়ে ডি মুডি তিনটি এবং এইচ কনওয়ে দুই উইকেট লাভ করেন৷

জবাবে ৪৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহের মাধ্যমে জয়ের বন্দরে পেঁৗছে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া৷ বিজয়ী দলের পৰে ৭৮ রান করে সংগ্রহ করেন ওপেনার জে পিয়েরসন ও অধিনায়ক এ টার্নার৷ এছাড়া ডবিস্নউ বসিস্ট অপরাজিত ৩১ ও ম্যাকডারমুট অপরাজিত ২৫ রান সংগ্রহ করেন৷ বাংলাদেশের হয়ে রম্নবেল হোসেন দু’টি এবং অধিনায়ক মাশরাফি, তাসকিন ও সাকিব আল হাসান একটি করে উইকেট লাভ করেন৷