bangladesh-bank-70410_44190

দৈনিকবার্তা- ঢাকা, ৩ ফেব্রুয়ারি: আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাসমূহের দৃষ্টি আর্কষন করতে দেশের জন্য কল্যাণকর প্রতিবেদন প্রকাশ করার জন্য অর্থনৈতিক প্রতিবেদকদের প্রতি আহবান জানিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান৷তিনি বলেন,বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থাসমূহ জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের কল্যাণে কাজ করে৷ কেন্দ্রিয় ব্যাংক দলমত নির্বিশেষে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সবাইকে সেবা দিয়ে থাকে৷ এজন্য প্রতিবেদন প্রকাশের ৰেত্রে দেশের কল্যাণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে৷ এজন্য প্রতিবেদন বস্তুনিষ্ঠ এবং তথ্যভিত্তিক হওয়া বাঞ্চনীয়৷’

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে অর্থনৈতিক প্রতিবেদকদের জন্য আয়োজিত ব্যাংকিং বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন৷অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের জন্য কেন্দ্রিয় ব্যাংক এ কর্মশালার আয়োজন করে৷

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল, ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ বাদল ও সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান বক্তব্য দেন৷গর্ভনর বলেন,সংবাদকর্মীরা কেন্দ্রিয় ব্যাংকের সাথে অংশগ্রহণমূলক সম্পর্কের মধ্যে আছেন৷ তারা নিয়মিত আমাদের নীতি-কৌশল এবং কার্যক্রমের ওপর প্রতিবেদন প্রকাশ করে দৃষ্টি আকর্ষন করছেন৷ প্রতিবেদন তথ্যভিত্তিক হলে আমরা সবসময় স্বাগত জানাই৷

তিনি বলেন, সারাবিশ্বে কেন্দ্রিয় ব্যাংকের কাছে সংবাদমাধ্যমেসহ সামাজিক যোগাযোগের বিষয়টি খুব গুরুত্ব পাচেছ৷ বিগত কয়েক বছর যাবত্‍ বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে৷ আগামীতে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগের ক্ষেত্রে ফেসবুক-টুইটার অনত্মর্ভূক্ত করে আধুনিক যোগাযোগ কৌশল অবলম্বন করা হবে বলে তিনি জানান৷

কর্মশালায় দু’টি সেশন অনুষ্ঠিত হয়৷ প্রথম সেশনে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাৰ পাল মুদ্রানীতি, মুদ্রাবাজার ও লেনদেনের ভারসাম্য এবং দ্বিতীয় সেশনে এসএমই এন্ড স্পেশ্যাল প্রোগ্রামস্ বিভাগের উপমহাব্যবস্থাপক আশ্রাফুল ইসলাম আর্থিক অনত্মর্ভূক্তিকরণ বিষয়ের ওপর আলোচন করেন৷