news1396084823510428st_1021

দৈনিকবার্তা- ঢাকা, ৩ ফেব্রুয়ারি: বিভাগীয় শহরগুলোতে একটি আঞ্চলিক ক্যানসার কেন্দ্র স্থাপনের মাধ্যমে ক্যানসার চিকিত্‍সায় রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার তাশকিন ৷

মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টাস ইউনিটি ছোট মিলনায়তনে বিশ্ব ক্যানসার দিবস- ২০১৫ উপলক্ষে সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷

তিনি বলেন, মেডিকেল কলেজ ও জেলা পর্যায়ের প্যাথলজি, রেডিওলজি, সার্জন ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সারাদেশে ক্যানসার নির্ণয় ও চিকিত্‍সার সুবিধা সমপ্রসারণ করা সম্ভব৷ এর মাধ্যমে ঢাকায় জাতীয় প্রতিষ্ঠানে চাপ কমার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের ক্যানসার রোগীরা নিজেদের নাগালের মধ্যে চিকিত্‍সা সেবা পাবে৷

লিখিত বক্তব্যে ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বাংলাদেশ ক্যানসার নিয়ন্ত্রণে সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন৷

দাবিগুলো হলো- ক্যানসারের সঠিক তথ্য বিশেষ করে আক্রান্তের হার ও মৃত্যুর হার সম্পর্কে জানতে জনগোষ্ঠী ভিত্তিক নিবন্ধন কর্মসূচি চালু করা৷ ক্যানসারের রিস্ক ফ্যাক্টর সমর্্পকে সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় কাযক্রম গ্রহন করা৷ সরকারী খাতে ক্যানসার চিকিত্‍সার সুবিধা বৃদ্ধি করা৷ প্রশমনমূলক চিকিত্‍সা ও ব্যাথা নিরাময়ে হোম সার্ভিসসহ পোলিয়েটিভ কেয়ার ইউনিট চালু করা৷ গরিব রোগীদের জন্য সরকারি ক্যানসার চিকিত্‍সা কেন্দ্রে ৮০ ভাগ বিছানা বিনা ভাড়া চালু করা৷ গুনগতমান বজায় রেখে কেমোথেরাপির জন্য প্রয়োজনীয় ওষুধ তৈরি করা৷

উল্লেখ্য, আগামীকাল ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস৷ ২০০৬ সাল থেকে বিশ্বের ক্যানসার সংগঠনগুলোর গ্লোবাল মোর্চা ‘ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল (ইউআইসিসি) এর উদ্যোগে পালিত হচ্ছে দিনটি৷ এ বছর ক্যানসার দিবসের পদিপাদ্য বিষয় হলো- আমরাই পারি রুখতে৷

এসময় আরো উপস্থিত ছিলেন- ডা. মোহাম্মদ হাসানুজ্জামান, সমাজকর্মী মাজেদা শওকত, অপরাজিতা ক্যানসার সোসাইটির নিলুফার তাসনিম, রাজধানীর এলিক বার্ক ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোকেয়া রুমি প্রমুখ৷