GASH-1422962610

দৈনিকবার্তা- ঢাকা, ৩ ফেব্রুয়ারি: গ্যাসের দাম আর না বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর কারিগরি মুল্যায়ন কমিটি৷ মঙ্গলবার বিইআরসিতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুণানিতে মুল্যায়ন কমিটি এ সুপারিশ করে৷বিইআরসির পক্ষ থেকে জানানো হয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ গণশুণানি চলবে৷ এরপর ৯০ দিনের মধ্যে দাম বাড়বে কি বাড়বে না, এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে৷ তবে নতুন দাম এক জানুয়ারি থেকেই কার্যকরের আবেদন জানিয়েছে তিতাস গ্যাস৷

গ্যাসের দাম বাড়বে কী বাড়বে না, এ নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিচারিক আদালতে গণশুনানিতে যুক্তিতর্ক চলে পক্ষে-বিপক্ষে৷এদিকে, তিতাস গ্যাসের পক্ষ থেকে আবাসিক ক্ষেত্রে সিঙ্গেল চুলায় মুল্য ৪০০ টাকা থেকে বাড়িয়ে সাড়ে আটশো টাকা করার কথা বলা হয় আর দুই বার্নারের চুলার জন্য প্রস্তাব করা হয় ১০০০ টাকা৷যারা মিটার ব্যবহার করেন তাদের জন্য প্রায় ১১৩% বাড়ানোর প্রস্তাব করা হয়৷ এর পাশাপাশি বিদ্যুত্‍ ও সার উত্‍পাদনে সর্বনিম্ন ৫% থেকে শিল্প, বাণিজ্য, সিএনজি ও ক্যাপটিভের ক্ষেত্র সর্বোচ্চ ১০৩% বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস গ্যাস৷তবে এ দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন শ্রেণীর ভোক্তা প্রতিনিধিরা৷

বিইআরসির কারিগরি মুল্যায়ন কমিটির সুপারিশের মতে, সুপারিশ অনুযায়ী প্রতি হাজার ঘনফুট গ্যাসে সঞ্চালন ব্যয় ১৩ পয়সা করে কমালে, তিতাসের প্রায় ৩১২ কোটি টাকা বেশি মুনাফা হবে৷ তাই দাম বাড়ানোর প্রস্তাবকে নাকচ করে দেন তারা৷গ্যাসের দাম বাড়ানো প্রয়োজন নেই বলে মত দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি৷ তবে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) জন্য ৫ দশমিক ৫৯ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে৷ কারণ কোম্পানিটি বর্তমানে লোকসানে আছে৷
এর আগে সকালে তিতস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি গ্যাসের খুচরা মূল্য গ্রাহকভেদে ৫ থেকে ১২২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর আবেদন করে৷ প্রতি হাজার ঘনফুট গ্যাসের সম্পদমূল্য ২৫ টাকা ধরে মূল্যবৃদ্ধির এ আবেদন করা হয়৷ বিকেলে একই পরিমাণ দাম বাড়ানোর আবেদন করে পিজিসিএল৷উল্লেখ্য, বাংলাদেশে এর আগে গ্যাসের কোনো সম্পদমূল্য নির্ধারিত ছিল না৷

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া গণশুনানিতে সভাপতিত্ব করছেন কমিশনের চেয়ারম্যান এ আর খান৷ এছাড়া কমিশন সদস্য ড.সেলিম মহামুদ, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, রহমান মোরশেদ, মো. মাকসুদুল হক উপস্থিত রয়েছেন৷কমিশনের কাছে তিতাসের পক্ষে আবেদনটি উত্থাপন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম৷ কারিগরি কমিটির পক্ষে মূল্যায়ন প্রতিবেদন উত্থাপন করেন কমিটির আহ্বায়ক ও বিইআরসির পরিচালক (গ্যাস) এ কে এম মনোয়ার হোসেন আখন্দ৷

তিতাসের আবেদনের পর গ্রাহক প্রতিনিধি হিসেবে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম সামছুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক নুরুল ইসলাম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রহিম হোসেন প্রিন্স, সিএনজি অনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জাকির হোসেন নয়নসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা শুনানিতে অংশ নেন৷গণশুনানিতে অধ্যাপক সামসুল আলম বলেন, তিততাস যে আবেদন করেছে তা অসঙ্গতিপূর্ণ৷ আবেদনে আয়-ব্যয়ের প্রকৃত তথ্য সঠিকভাবে উত্থাপন করা হয়নি৷ এ ই আবেদন গ্রহণযোগ্য নয়৷অধ্যাপক নুরুল ইসলাম বলেন, খুচরা পর্যায়ে গ্যাসের সঠিক মূল্য নির্ধারণের জন্য গ্যাসের একটি সঠিক পাইকারি মূল্য নির্ধারণ করা জরুরি৷জাকির হোসেন নয়ন বলেন, ‘সিএনজির দাম বাড়লে পণ্যপরিবহসহ গণপরিবহনে অরাজকতা সৃষ্টি হবে৷ এ শুনানি চলবে বৃহস্পতিবার পর্যন্ত৷ শুনানি শেষ হওয়ার ৩ মাসের মধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে জানানো হয়েছে৷