1418822061.

দৈনিকবার্তা- ঢাকা, ৩ ফেব্রুয়ারি: প্রবল শীতকালীন ঝড়ে ব্যাপক তুষার পাতের কারণে জাপানের উত্তরাঞ্চল প্রায় ছয় ফুট তুষারের নিচে ঢাকা পড়ে৷ মঙ্গলবার সেই তুষারের আসত্মরণ সরানো হচ্ছে৷ জাপান দ্বীপের পূর্বপ্রানত্মের রাউসুতে তুষারাবৃত বাড়ি-ঘরে পেঁৗছার জন্যে রাসত্মার তুষার সরানোর কাজে হোক্কাইডোতে জনা পঞ্চাশেক সৈন্য মোতায়েন করা হয়েছে৷ সপ্তাহানত্মে বয়ে যাওয়া তুষার ঝড়ে এই শহরটি সবচেয়ে বেশি ৰতিগ্রসত্ম হয়৷

আবহাওয়া সংস্থা এই অঞ্চলে ঝড়ো হাওয়া এবং আরো তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে৷ শহরের একজন কর্মকর্তা টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমরা আমাদের বাসিন্দাদের সম্ভব হলে বাড়িতে অবস্থান করতে বলছি৷

ওই কর্মকর্তা বলেন,এই তুষার ঝড়ে বাইরে যাওয়া খুবই বিপজ্জনক৷ তবে তিনি জানান, তাত্‍ৰণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, সোমবার প্রবল তুষারপাতের কারণে প্রায় একশ’টি ট্রেনের সময়সূচি বাতিল করা হয়৷ এতে ৪ হাজার ৬শ’ ৬০ জন যাত্রী ক্ষতিগ্রসত্ম হয়৷