THAILAND-1422968667

দৈনিকবার্তা- ঢাকা, ৩ ফেব্রুয়ারি: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে আগামী শুক্রবার মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ৷ প্রতিপক্ষ কে, তা নির্ধারণ হয়েছে মঙ্গলবার৷ ফাইনালে উঠার লড়াইয়ে মামুনুলদের প্রতিপক্ষ বি গ্রুপ চ্যাম্পিয়ন শক্তিশালী থাইল্যান্ড৷

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার বি গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে পরাজিত করেছে থাইল্যান্ড৷ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়েছিল থাই শিবির৷ পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন থাইল্যান্ড৷ গ্রুপের বাকি দুটি দল বাহরাইন ও সিঙ্গাপুরের পয়েন্ট এক৷ গোল গড়ে গ্রুপ রানার্স আপ হয়েছে সিঙ্গাপুর৷ আগামী বৃহস্পতিবার সিলেটে প্রথম সেমিফাইনাল ম্যাচে সিঙ্গাপুর খেলবে এ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়ার৷

টুর্নােমেন্টে হট ফেবারিট ছিল বাহরাইন৷ থাইল্যান্ডের বিপক্ষে ড্র করলেও সেমিতে উঠতে পারত তারা৷ তবে এই ম্যাচে পাত্তা পায়নি মধ্য প্রাচ্যের দেশটি৷ থাইল্যান্ড মুহুর্মুহু আক্রমণে বিধ্বস্ত হয়েছে তারা৷ ৩৫ মিনিটে থাইল্যান্ডকে লিড এনে দেন মিডফিল্ডার শ্রীনাওয়াং চায়াওয়াত৷

দ্বিতীয়ার্ধের শুরুতে আরো দুটি গোলের দেখা পায় থাইল্যান্ড৷ ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন থাইল্যান্ডের অধিনায়ক পার্মপাক পাকর্ন৷ ৫৫ মিনিটে পিমকন জাতুরংয়ের গোলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা৷

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-থাইল্যান্ড মুখোমুখি হবে৷ ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী আট ফেব্রুয়ারী৷