shahjahan-khan.thumbnail

দৈনিকবার্তা- ঢাকা, ৪ ফেব্রুয়ারি: বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া নিরীহ জনগণকে প্রতিপক্ষ বানিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান৷

বুধবার সকালে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলনে শাজাহান খান এ মন্তব্য করেন৷ তিনি বলেন, জনসম্পৃক্ততা না থাকলে জঙ্গিগোষ্ঠীর কায়দায় চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি-জামায়াত জোট৷

সমন্বয় পরিষদের আহ্বায়ক নৌমন্ত্রী বলেন, হরতাল-অবরোধে নিরীহ মানুষ হত্যার পাশাপাশি এসএসসি ও শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের জন্য পরীক্ষা চলাকালে তিনি হরতাল-অবরোধ করছেন, অথচ নিজের দুই নাতনিকে পরীক্ষা দেওয়ার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন৷শাজাহান খানের অভিযোগ, চোরাগোপ্তা হামলায় দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে৷ মানুষ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছে৷

এ সময় চলমান নাশকতার বিরুদ্ধে সমন্বয় পরিষদের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন মন্ত্রী৷ ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটা থেকে একটা পর্যন্ত দেশের শ্রমিক-কর্মচারী-ছাত্র-শিক্ষক সর্বস্তরের মানুষ নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন৷ এরপর বেলা একটায় রেল, সড়ক, নৌপথে চলাচলকারী সব ধরনের যানবাহনে এক মিনিট হর্ন বাজিয়ে প্রতিবাদ জানানো হবে৷

শাজাহান খান জানান, আগামী শনিবার বিকেল তিনটায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবন অডিটোরিয়ামে সমন্বয় পরিষদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে৷ সেখানে গণ-আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে৷