1423052319

দৈনিকবার্তা- ঢাকা, ৪ ফেব্রুয়ারি: বিএনপির নাশকতার বিরুদ্ধে আওয়ামী লীগের বিবেকবান নেতাদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম৷ বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে চ্যালেঞ্জ দিয়ে খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, পারলে মাঠে নামেন, পুলিশ নিরপেক্ষ থাকবে৷

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন আয়োজিত হরতালবিরোধী মিছিল শেষে মানববন্ধনে খোকার প্রতি এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন কামরুল৷লন্ডন থেকে তারেক রহমান এ নাশকতার নেতৃত্ব দিচ্ছে– এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ একত্র হয়ে বিএনপির এ নাশকতা প্রতিহত করবে৷এ সময় রাজপথেথেকে হরতাল-অবরোধ প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি৷

দু’দিন আগে আমেরিকায় এক বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে সাদেক হোসেন খোকা বলেন,র্যাব-পুলিশ-বিজিবিকে নিরপেক্ষ থাকতে বলেন৷ তখন দেখবেন, আপনার লোকদের ঢাকা থেকে বিতাড়িত করতে ৩০ মিনিটের বেশি সময় লাগবে না৷ খোকার ওই বক্তব্যের চ্যালেঞ্জ দিয়ে কামরুল ইসলাম বলেন, হরতাল-অবরোধ দিচ্ছে বিএনপি-জামায়াত৷ অথচ মাঠে থাকছে আওয়ামী লীগ৷ খোকা সম্পর্কে কামরুল বলেন, তারেক-খালেদার ধমক খেয়ে আমেরিকায় পালিয়ে গিয়ে হুমকি দিচ্ছেন তিনি৷

লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ইশারায় দেশে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী আরও বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির সিনিয়র নেতারাও পছন্দ করেন না৷ এমকে আনোয়ার, মওদুদ আহমদ, হান্নান শাহ’র মতো সিনিয়র নেতাদের কোনো কথা বলতে দেখা যায় না৷ মাঝে মাঝে দলে টিকে থাকতে রফিকুল ইসলাম মিয়া দু’একটি কথা বলেন৷

সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বিএনপির সিনিয়র নেতাদের শুভবুদ্ধির উদয় হবে৷ তখন তারা দল থেকে বেরিয়ে আসবেন- বলেন কামরুল৷নাশকতাকারীর সঙ্গে আলোচনা বা সংলাপ হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, নাশকতা ছাড়লে কথাবার্তা হলেও হতে পারে৷

মিছিল ও মানববন্ধনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন৷ পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষ হত্যার দায়ে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি করেন তারা৷ সংগঠনের সভাপতি ও ঢাকা মাহনগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও উপ-দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন প্রমুখ৷