বাংলাদেশ শিল্পকলা একাডেমী

দৈনিকবার্তা-ঢাকা, ৪ ফেব্রুয়ারি: আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে একটি ফোকলোর সেল গঠন করা হয়েছে। সেলের তত্বাবধানে আগামী ০৫ ফেব্রুয়ারি ২০১৫ বৃহস্পতিবার বিকেল ৪.০০টায় একাডেমীর জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে (লেভেল-২) যন্ত্রশিল্প গবেষক, সংগ্রাহক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “বাংলাদেশের ঐতিহ্যবাহী লুপ্ত প্রায় দেশী বাদ্য সংস্কৃতির উৎস সন্ধানে: চর্চা ও সংরক্ষণ প্রসঙ্গ” শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব সাইম রানা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আলাউদ্দিন আলী, সুজেয় শ্যাম, শেখ সাদী খান ও গবেষক সাইমন জাকারিয়া। এছাড়াও উপস্থিত থাকবেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, আশরাফুল আলম, মিলন ভট্টাচার্য, সুনীল কুমার দাস, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, মনির হোসেন, কানন বালা সরকারসহ সংস্কৃতির সাথে সম্পৃক্ত অনেকে।