13_Shirin-Sharmin-Choudhury-290x229

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন ও শক্তিশালীকরণে সমগ্র বিশ্বে সিপিএ গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে৷

তিনি সমগ্র বিশ্বে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সংসদ সদস্যসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান৷ স্পিকার বুধবার লন্ডনে হিউম্যান রাইটস ইন দ্যা মডার্ণ ডে কমনওয়েলথ : ম্যাগনা কার্টা টু কমনওয়েলথ চার্টার শীর্ষক আনত্মর্জাতিক সম্মেলনের প্রথম দিনের প্রথম সেশনে হোয়াট ইজ ডেমোক্রেসী? দ্যা স্ট্রেনথ অব পার্লামেন্টস শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে এ কথা বলেন৷

স্পিকার বলেন, সিদ্ধানত্ম গ্রহণ প্রক্রিয়া, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, মাতৃ মৃতু্য ও শিশু মৃতু্য হার হ্রাস, দারিদ্র বিমোচন ও জলবায়ু পরিবর্তনের বিরম্নপ প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সংসদ সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে সিপিএ কাজ করছে৷সম্মেলনে সংসদ সদস্য স্যার এডওয়ার্ড গার্নিয়ার এবং সংসদ সদস্য রাইট অনার স্যার ম্যালকম ব্রম্নস বক্তব্য রাখেন৷কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ), ইউকে আয়োজিত এ সম্মেলনে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের স্পিকার ও ডেপুটি স্পিকারগণ অংশগ্রহণ করেন৷সম্মেলনে সংসদ সদস্য ইমরান আহমেদ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে যোগদান করেন৷