এম এ মান্নান

দৈনিকবার্তা-গাজীপুর, ৫ ফেব্রুয়ারি: গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে প্রধান আসামীকরে বৃহস্পতিবার মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় বিএনপি জামায়াতের ৩৯ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করা হয়েছে। জয়দেবপুর থানার এএসআই রেজাউল করিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করে। মামলায় অভিযুক্তদের মধ্যে মেয়র অধ্যাপক এম এ মান্নানের ভাই আ. কাদির, ছেলে মঞ্জুরুল আলম রনি, ভাতিজা আলমগীর হোসেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, জিসিসি’র কাউন্সিল হান্নান মিয়া হান্নুর নামও উল্লেখ রয়েছে।

থানাসূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকা-জয়দেবপুর সড়কে গাজীপুর মহানগরের সার্ডিগেইট এলাকায় ঢাকাগামী বলাকা পরিবহনের একটি যাত্রবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করলে বাসে আগুন ধরে যায়। এতে ৮ বছরের শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়। এছাড়াও জ্বলন্ত বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরো ৩ জন আহত হয়। অগ্নিদগ্ধদের প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুসহ দু’জনের অবস্থা গুরুতর।