ফখরুলের

দৈনিকবার্তা-ঢাকা, ৫ ফেব্রুয়ারি: ফখরুল ও আইনজীবীরাঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে৷

বৃহস্পতিবার বিকেলে হাইকোটের্র সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন রিটটি দায়ের করেন৷আইনজীবী লিয়ন জানান, বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার রিটটির শুনানি হতে পারে৷

উল্লেখ, মঙ্গলবার মতিঝিল থানার দণ্ডবিধি ও বিস্ফোরক আইনের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷ ঢাকা মেট্টোপলিটন পুলিশের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন৷

মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম ইমদাদুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার এসআই আনোয়ার হোসেন ১০ দিনের আবেদন করলে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মতিঝিল এজিবি কলোনির বায়তুল মামুর মসজিদ এলাকায় পেট্রল মেরে গাড়িতে অগি্নসংযোগের মাধ্যমে মানুষ চেষ্টার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়৷

তিনদিনের রিমান্ড শেষে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাড়িতে অগি্নসংযোগের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত৷

পল্টন থানার গাড়ি ভাংচুরের একটি মামলায় ফখরুলের তিনদিনের রিমান্ড শেষ হয় সোমবার৷ দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আদালতে হাজির করে গাড়িতে আগুনের একটি মামলায় ১০ দিনের হেফাজতে চান তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আনোয়ার হোসেন খান৷গত ৪ জানুয়ারি মতিঝিলের এজিবি কলোনির বায়তুল মামুর মসজিদের সামনে এক সেনা কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়ার মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েক নেতার সঙ্গে ফখরুলকেও আসামি করা হয়৷

রিমান্ড আবেদন বাতিল এবং ফখরুলের জামিন চেয়ে আদালতে আবেদন করেন আসামির আইনজীবীরা৷উভয় আবেদনের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন৷এর পল্টন এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাংচুরের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ জানুয়ারি ফখরুলের তিন দিনের হেফাজত মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ৷গত ৩১ জানুয়ারি থেকে বিএনপির এই নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷