বান্দরবানের দর্শনীয় স্থান

দৈনিকবার্তা-বান্দরবান, ৫ ফেব্রুয়ারি: বান্দরবানে বিদেশি নাগরিকদের ভ্রমনের জন্য তিন পার্বত্য জেলায় এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমতি লাগবে বলে জানালেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী৷বৃহস্পতিবার সকালে বান্দরবানে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি৷ এতোদিন তিন পার্বত্য জেলা-বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমতি নিতে হতো৷ তবে, এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক এ তিন জেলা ভ্রমণ করতে পারবেন না বলে জানান প্রশাসক৷ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণের ৰেত্রে বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে৷ তবে কূটনৈতিক মিশনের সদস্যরা এ নিয়মের আওতায় পড়বে না৷

মিজানুল হক চৌধুরী বলেন,পার্বত্য এলাকার বান্দরবান, রাংগামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে ইচছুক বিদেশি নাগরিকদের সংশিস্নষ্ট এলাকায় যেতে অনুমতির জন্য একমাস আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে৷ আবেদনের পর গোয়েন্দাসংস্থাগুলোর ইতিবাচক প্রতিবেদন প্রাপ্তি সাপেৰেই সংশিস্নষ্ট আবেদনকারিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি প্রদান করবে এবং তারা পাহাড়ে ভ্রমণে গিয়েই সংশিস্নষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে রিপোর্ট প্রদান করবেন৷ এরপরই কেবল বিদেশি নাগরিকরা পাহাড়ী জেলাগুলোর পর্যটন স্পটসমুহ ভ্রমণ করার সুযোগ পাবেন বলে বান্দরবানের জেলা প্রশাসক উল্লেখ করেন ৷

গত ৭ জানুয়ারি ঢাকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম সংক্রানত্ম বিশেষ আইনশৃংখলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়৷ওই সভায় গৃহীত সিদ্ধানত্মে উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসক জানান,একই সভায় সিদ্ধানত্ম নেয়া হয়,কোন বিদেশি কূটনীতিক পাহাড়ি জেলাগুলোতে ভ্রমণ করতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন গ্রহণ করতে হবে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় গৃহিত সিদ্ধানত্মের আগ পর্যনত্ম পার্বত্য জেলাগুলোতে বিদেশি নাগরিকদের ভ্রমণ বা সফরের ৰেত্রে জেলা প্রশাসকের অফিস থেকে একটি বিশেষ ফরম পুরণ করে জেলা প্রশাসকের লিখিত অনুমতি গ্রহণ করলেই ভ্রমণ ও অবস্থান করা যেত৷

পাহাড়িদের নেতৃত্বে রাতারাতি গজিয়ে উঠা অসংখ্য এনজিও’র নামে কথিত উন্নয়ন প্রকল্প বা কর্মসূচির নামে অঢেল অর্থ বরাদ্দ দিয়ে আসছে বিদেশিরা৷ তারা এ সুবাদে যখন-তখন পার্বত্য অঞ্চল সফর করতেন৷এতে জনস্বার্থ ও সরকার বিরোধী নানাবিধ উস্কানিমুলক কর্মকান্ড এবং ক্ষেত্র বিশেষে সহিংস ঘটনাও সংঘটিত হওয়ার ব্যাপারে পার্বত্য জেলাগুলোতে কর্মরত সরকারি গোয়েন্দা সংস্থাসমুহের নজরে আসে৷ সেসব রোধেই সরকার বিদেশি নাগরিকদের পাহাড়ে ভ্রমণের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে৷