তুষারপাত

দৈনিকবার্তা-ঢাকা, ১০ ফেব্রুয়ারি: দুই সপ্তাহের মধ্যে তৃতীয় তুষার ঝড়ে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা অচল হয়ে পড়েছে। এর ফলে বোস্টনের কয়েকশ’ ফ্লাইট বাতিল হয়েছে এবং স্কুল-কলেজ ও সরকারি অফিস-আদালত বন্ধ রয়েছে।ঝড়ের ফলে বোস্টনে দুই ফুট পর্যন্ত তুষার জমতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।বোস্টন গ্লোব জানায়, এরই মধ্যে ৩০ দিনে মোট তুষারপাত অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশির রেকর্ড করেছে।পত্রিকাটিতে বলা হয়, সোমবার পর্যন্ত ৬১ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে।

১৯৭৮ সালে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড হয়েছিল ৫৮.৮ ইঞ্চি।ফ্লাইট অ্যাওয়্যার জানায়, সোমবার এক হাজার ৮শ’ ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বোস্টনে স্কুলগুলো বন্ধ রয়েছে এবং অপরিহার্য নয় এমন কর্মচারীদের বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, দেলাওয়ারে থেকে দক্ষিণাঞ্চলীয় মাইনে পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের অনেক স্থানের জন্যই ঝড়ের সতর্কতা বলবৎ থাকবে।