kamrul_al-pic-doc.thumbnail

দৈনিকবার্তা-ঢাকা, ১২ ফেব্রুয়ারি: খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম যারা নাশকতা করছে এবং নাশকতাকারীদের ইন্ধন যোগাচ্ছে তাদের বিরম্নদ্ধে সর্বসত্মরের মানুষকে প্রতিবাদমুখর হবার আহ্বান জানিয়েছেন৷নাগরিক সমাজকে নিধিরাম সর্দার আখ্যায়িত করে খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম বলেছেন, তাদের কথা বলতে তার লজ্জা লাগে৷ তারা সমাজের ক্যানসার৷

তিনি বলেন, যাদের কোনো মানবিক মূল্যবোধ নেই তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না৷ এদের বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷কামরুল ইসলাম বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি-জামায়াতের ডাকা অযৌক্তিক হরতাল ও অবরোধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন৷ বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে৷

সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম ও ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ৷কামরুল ইসলাম বলেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে তারা সন্ত্রাসী, তারা মানুষ নয়৷ এই সব সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়, এদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না৷ মানুষ নামধারী পশুদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না৷

তিনি বলেন, আইন-শৃংখলা বাহিনীর হাতে সন্ত্রাসী মারা গেলে বুদ্ধিজীবীরা চিত্‍কার শুরম্ন করেন৷ কিন্তু যারা আগুনে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে কাতরাচ্ছেন তাদের আর্তনাদ কি সুশীল সমাজের লোকেরা শুনতে পাননা৷ তারা এ নিয়ে কোন কথা বলেন না৷ সুশীল সমাজের লোকেরা শুধু উপদেশ দিয়ে থাকেন৷ এরা সমাজের জন্য ক্যান্সার৷ সুশীল সামাজের লোকেরা সংলাপের কথা বলে খালেদা জিয়াকে উস্কে দিচ্ছে৷